নিজস্ব সংবাদদাতা: টলিউডে ফের সুখবর। মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী। সমাজ মাধ্যমে সাধের অনুষ্ঠানের ছবি প্রকাশ্যে এনে প্রথমবার এই সুখবর দিলেন মডেল,অভিনেত্রী রোজা পারমিতা দে। এই ছবি প্রকাশ্যে আসতেই রোজাকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন টলিউডের একাধিক তারকারা।
২০২০ সালে ছোটবেলার বন্ধু ইন্দ্রনীল রায়ের সঙ্গে চার হাত এক করেন রোজা। দাম্পত্যের চার বছর পর সন্তান আসার সুখবর দিলেন অভিনেত্রী। শ্বশুরবাড়িতে হওয়া সাধের অনুষ্ঠানের ছবি প্রকাশে আনলেন তিনি। এই সাধের অনুষ্ঠানে ঘরোয়া বাঙালি সাজে দেখা যাচ্ছে রোজাকে।
 
 তাঁর সামনে সাজানো রয়েছে পছন্দের নানা খাবার। দুই পরিবারের কাছের মানুষদের নিয়ে এই বিশেষ দিনটা যে খুব ভালভাবে কাটিয়েছেন রোজা, তা ছবিতেই স্পষ্ট। ইন্ডাস্ট্রিতে মডেল হিসেবে অত্যন্ত পরিচিত মুখ রোজা, তবে এরপর বড়পর্দায় একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। অনীক দত্তর 'ভবিষ্যতের ভূত', রাজ চক্রবর্তীর 'কাটমুণ্ডু', কমলেশ্বর মুখোপাধ্যায়ের 'ককপিট', অনিকেত চট্টোপাধ্যায় এর 'হইচই আনলিমিটেড'- এর মত একাধিক ছবিতে কাজ করেছেন রোজা। 'হইচই'-এর সিরিজ 'পর্ণশবরীর শাপ'-এও দেখা গিয়েছিল তাঁকে।
কয়েকদিন আগে রাজ চক্রবর্তী পরিচালিত 'সন্তান' ছবির প্রিমিয়ারেও দেখা যায় অভিনেত্রীকে। যদিও তখন কিছুই আঁচ পাওয়া যায়নি। বর্তমানে বাড়িতেই বেশি সময় কাটাচ্ছেন রোজা, উপভোগ করছেন প্রথম মাতৃত্ব।
