একে একে নায়িকাদের ঘরে ফেরা হচ্ছে বলাই যায়। কারণ, সিনেমা, সিরিজের জগৎ পেরিয়ে আবারও ছোটপর্দায় ধরা দিতে চলেছেন তাঁরা। টলিপাড়ার বহু নায়িকাদের 'ঘর ওয়াপসি'র খবর মিলছে। এর মাঝেই 'নিম ফুলের মধু'র পর ছোটপর্দায় ফিরছেন পল্লবী শর্মা। তাঁর সঙ্গে নতুন ধারাবাহিকে জুটি বাঁধছেন অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়। ধারাবাহিক 'গৌরী এলো'র ঈশান প্রায় আড়াই বছর পর ছোটপর্দায় ফিরছেন। 

 

 

 

 

এদিকে 'নিম ফুলের মধু' শেষ হলেও দর্শক পর্ণাকে মনে রেখেছেন আজও। এবার জি বাংলার নতুন মেগা 'তারে ধরি ধরি মনে করি'তে পল্লবী-বিশ্বরূপকে একসঙ্গে দেখা যাবে। সৃজিত রায় ও শৌভিক চক্রবর্তীর প্রযোজনা সংস্থার হাত ধরে আসছে এই ধারাবাহিক।

 

 

 

জানা যাচ্ছে, ধারাবাহিকে বিশ্বরূপের চরিত্রের নাম গোরা, যে সংসার জীবন নয়, আধ্যাত্মিক জগৎকে বেছে নিতে চায়। কিন্তু সেই সময়ে তার জীবনে আসে নবদ্বীপের রূপমঞ্জরী, পল্লবীর চরিত্রটি। এ বার কোন পথে এগোবে গোরা? এই উত্তর মিলবে ধারাবাহিকে। 

 

 

 

 

 

বিশ্বরূপকে আবার ছোটপর্দায় দেখার অপেক্ষায় ছিলেন দর্শক। 'গৌরী এলো'র পর বড়পর্দায় রুক্মিণী মৈত্রর সঙ্গে 'হাঁটি হাঁটি পা পা' ও বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রাশিদ মিথিলার সঙ্গে 'মেখলা' ছবিতে অভিনয় করেছেন বিশ্বরূপ। এছাড়াও জি ফাইভ ও বুলেট অ্যাপের মাইক্রো সিরিজ 'ছায়াসঙ্গী'তে দেখা গিয়েছিল তাঁকে। ওই সিরিজে তাঁর বিপরীতে দেখা গিয়েছে শ্রুতি দাস ও রূপসা মুখোপাধ্যায়কে। 

 

 

 

অন্যদিকে, ছোটপর্দায় পল্লবী শর্মার ধারাবাহিক মানেই তা কমপক্ষে বছর গড়াবেই। তার নিদর্শন এতদিন দেখেছেন নায়িকার অনুরাগীরা। তাই তাঁর নতুন ধারাবাহিকে পল্লবীর ফেরার খবরে বেজায় খুশি দর্শক মহল। এর আগেও বহুবার তাঁর ফেরার খবর এসেছিল টলিপাড়ায়। তবে সেই সময় নায়িকা সাফ জানিয়েছিলেন যে, ভাল চরিত্রের অপেক্ষায় আছেন। নতুন চরিত্র নিয়ে যে পল্লবীও আশাবাদী তা আর বলার অপেক্ষা রাখে না। 

 

 

আরও পড়ুন: শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের উপর অভিমান ইমনের! সবার সামনে পরিচালকের কাছে কোন কথা জানালেন গায়িকা?

 

জানা যাচ্ছে, ইতিমধ্যেই লুক সেট হয়ে গিয়েছে।পুজোর পরেই জি বাংলার পর্দায় সম্প্রচারিত হবে সৃজিত রায় ও শৌভিক চক্রবর্তীর প্রযোজনা সংস্থার ব্যানারে 'তারে ধরি ধরি মনে করি'। আসন্ন এই মেগার জন্য শেষের কোপ পড়বে কোন ধারাবাহিকের উপরে, তা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি। তবে অনেক ক্ষেত্রে, সময় এগিয়ে-পিছিয়ে দিয়ে নতুন ধারাবাহিককে স্লট দেয় চ্যানেল। এবার ঠিক কী হতে চলেছে এখন সেটাই দেখার।