নিজস্ব সংবাদদাতা: বরাবরই সোজাসাপটা কথার জন্য খবরের শিরোনামে জায়গা করে নেন অভিনেত্রী দেবলীনা দত্ত। সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে রাখতেই পছন্দ করেন তিনি। কিন্তু বর্তমানে যোগাযোগের অন্যতম মাধ্যম বলে অনিচ্ছা সত্ত্বেও সোশ্যাল মিডিয়ায় নিজেকে সক্রিয় রাখেন দেবলীনা।

নেটিজেনদের চর্চায় বহুবার উঠে এসেছে তাঁর ব্যক্তিগত জীবনের টানাপোড়েন। কিন্তু মুষড়ে পড়েননি অভিনেত্রী। দিয়েছেন মন খোলা জবাবও।
কিন্তু এবার দেবলীনার সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে চিন্তার ভাঁজ পড়েছে তাঁর অনুরাগীদের কপালে।

দেবলীনা তাঁর সামাজিক মাধ্যমের পাতায় লেখেন,"জীবনের সবচেয়ে কঠিন প্রশ্ন, যার উত্তর আজও পাইনি। সেই উত্তর খুঁজতে চলেছি।"

কোন প্রশ্নের উত্তর আজও হন্যে হয়ে খুঁজছেন তিনি? জানতে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে দেবলীনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "এই প্রশ্নটা আমার জীবনের খুব কঠিন প্রশ্ন। যা মোটেও সুখকর নয়। আজও এই প্রশ্ন উঠলে চোখে জল আসে। আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে 'ডেসটিনেশন দেবলীনা' নামের। প্রায় আড়াই বছর আগে সেখানে শেষ ভিডিও ভাগ করে নিয়েছিলাম। তারপর নানা কারণে আর হয় ওঠেনি। কিন্তু ওই চ্যানেলের আজ ৩৪.৫ হাজার ফলোয়ারস। আমায় অনেকে এই চ্যানেলটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেছেন। তাই ঠিক করেছি আগামী ৯ আগস্ট আবারও একটি ভিডিও ভাগ করব। আর সেই ভিডিওটির বিষয়বস্তু হবে আমার এই প্রশ্নটি।"

প্রসঙ্গত, নিজের কাজের বেশকিছু মুহূর্তও অনুরাগীদের সাক্ষী রেখে সোশ্যাল মিডিয়ায় ভাগ করেন দেবলীনা। সম্প্রতি, তথাগত মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'ভটভটি'র ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়ার খবরও সামাজিক মাধ্যমের পাতায় তুলে ধরেছিলেন দেবলীনা।