ছোটপর্দায় পরিচিতি লাভ করেছেন অভিনেত্রী দেবাদৃতা বসু। ওয়েব সিরিজেও দেখা গিয়েছে তাঁকে। ইতিবাচক থেকে নেতিবাচক চরিত্রে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন দেবাদৃতা। এবার তাঁকে দেখা যেতে চলেছে বড়পর্দায়।
ব্রাত্য বসুর পরিচালনায় আসছে নতুন ছবি 'শেকড়'। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটি গল্পের প্রেক্ষাপটে তৈরি এই ছবি। প্রযোজনায় ফ্রেন্ডস কমিউনিকেশন এবং উল্কি এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড। ছবিতে তিন প্রজন্মের গল্প বলবেন ব্রাত্য বসু। অভিনয়ে লোকনাথ দে, সীমা বিশ্বাস, চঞ্চল চৌধুরী, ঋদ্ধি সেন ও অঙ্গনা রায় এছাড়াও আছেন বহু তারকা। এই ছবিতেই অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে দেবাদৃতাকে।

ছবিতে তিনি নিজের চরিত্রেই অভিনয় করছেন। গল্পের একটি মোড়ে দেখা যাবে দেবাদৃতাকে। ইতিমধ্যেই শুটিং শেষ করেছেন তিনি। সমাজমাধ্যমে পরিচালক ব্রাত্য বসুর সঙ্গে একটি ছবিও ভাগ করেছেন দেবাদৃতা। নতুন এই যাত্রায় আশাবাদী অভিনেত্রী।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুই গল্প 'দ্রবময়ীর কাশীবাস' এবং 'দাদু' থেকে অনুপ্রাণিত হয়ে ছবিটি পরিচালনা করছেন ব্রাত্য বসু। ছবির প্রযোজনায় ফ্রেন্ডস কমিউনিকেশন এবং উলকি এন্টারটেইনমন্ট প্রাইভেট লিমিটেড। সঙ্গীত পরিচালনায় প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়। ক্যামেরার দায়িত্বে সৌমিক হালদার। পোশাক পরিকল্পনায় সাবর্ণী দাস। ছবির রূপটানের দায়িত্বে সোমনাথ কুণ্ডু। সম্পাদনায় সংলাপ ভৌমিক। শিল্প নির্দেশনায় কৌশিক দাস।
আরও পড়ুন: প্রয়াত পরিচালক গৌতম ঘোষের স্ত্রী নীলাঞ্জনা ঘোষ, শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী
টলিউডের নবীন প্রজন্ম ঋদ্ধি সেন ও অঙ্গনা রায়। এতদিন তাঁরা দর্শকের মন জয় করেছেন আলাদাভাবে। এবার একসঙ্গে জুটি বাঁধার পালা। বড়পর্দায় একসঙ্গে আসছেন ঋদ্ধি ও অঙ্গনা। শিকড়ের টানে ঘরে ফেরার গল্প বলবে এই ছবি। গল্পের মোড়ে এক প্রবীণের জীবনে ফিরে আসবেন তাঁর প্রেমিকা। এদিকে, ওই প্রবীণের সংসার-সন্তান সবই আছে। এই চরিত্রে দেখা যাবে লোকনাথকে। তাঁর প্রেমিকার চরিত্রে ‘ব্যান্ডিট কুইন’ সীমা বিশ্বাস। চমকের আরও বাকি। ছবিতে লোকনাথের ছেলের ভূমিকায় অভিনয় করবেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। এই ছবিতে দেখা যাবে শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষকেও।
এ ছবির গল্পে ফুটে উঠবে দুই প্রজন্মের ভালবাসার ফিলোসফি। দুই প্রজন্মের দৃষ্টিভঙ্গি ঠিক কীভাবে মিলবে, বা মিলবে কিনা সেই নিয়েই চলবে গল্পের টানাপোড়েন। এর মাঝেই বিভিন্ন চরিত্রদের মিশেলে এই ছবির গল্প হয়ে উঠবে এক অনন্য সংমিশ্রণ।
প্রসঙ্গত, এই ছবির মাধ্যমে সীমা বিশ্বাসকে দর্শক আরও একবার পেতে চলেছেন একেবারে অন্য ভূমিকায়। তাঁকে দর্শক দেখেছেন 'রক্তবীজ ২' ছবিতে ওপার বাংলার রাজনৈতিক ব্যক্তিত্বের ভূমিকায়। অন্যদিকে, সিরিজ থেকে সিনেমার জগতে এখন লোকনাথ দের নাম চোখে পড়েই। বিভিন্ন চরিত্রে বারবার দর্শকের মন কাড়ছেন অভিনেতা। এদিকে, চঞ্চল চৌধুরীকেও 'পদাতিক'-এর পর এপার বাংলার ছবিতে আরও একবার দেখা যেতে চলেছে। ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অম্বরীশ ভট্টাচার্য ও অনুজয় চট্টোপাধ্যায়কেও।
এই ছবির হাত ধরে প্রথমবার জুটি বেঁধে আসছেন ঋদ্ধি ও অঙ্গনা। নিজ নিজ ক্ষেত্রে অভিনয় করে বারবার দর্শকের থেকে প্রশংসা কুড়িয়েছেন তাঁরা। এমনকি তাঁদের অভিনীত চরিত্ররা সমালোচক মহলেও দারুণ প্রশংসিত হয়েছে। এই প্রথমবার বড়পর্দায় জুটি বেঁধে ঠিক কেমনভাবে ধরা দিতে চলেছেন তাঁরা? তা তো সময়ই বলবে। এই ছবির শুটিং হচ্ছে কলকাতা, বোলপুর, বারাণসীতে। ২০২৩ সালে 'হুব্বা' ছবির পরিচালনার পর এবার এই ছবির কাজ শুরু করেছেন ব্রাত্য বসু।
