নিজস্ব সংবাদদাতা: অভিরূপ ঘোষ পরিচালিত আসন্ন কপ অ্যাকশন থ্রিলার ছবি 'মৃগয়া'। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন অনির্বাণ চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, বিক্রম চট্টোপাধ্যায় এবং রিজওয়ান রব্বানি শেখ। এছাড়াও ছবিতে প্রধান খলনায়কের ভূমিকায় দেখা যাবে সৌরভ দাস-কে। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন প্রিয়াঙ্কা সরকার এবং নবাগতা অনন্যা ভট্টাচার্য। 

 

 

 

 

এই ছবির মাধ্যমেই প্রথম বড়পর্দায় কাজ অনন্যার। কেরিয়ার শুরু মডেলিং দিয়ে। টলিউডে ডেবিউ প্রসঙ্গে আজকাল ডট ইন-কে তিনি বলেন, "ছোট থেকেই অভিনেত্রী হতে চাইতাম। তারপর মডেলিং শুরু করি। অডিশন দিই বিভিন্ন জায়গায়, রিজেক্টও হই। এর মধ্যেই হঠাৎ এই চরিত্রের প্রস্তাব আসে‌। বিক্রমদাকে পর্দায় দেখেছি, খুব পছন্দের অভিনেতা। ওঁর বিপরীতে কাজ করতে গিয়ে প্রথমে নার্ভাস থাকলেও পরে সাবলীল হয়ে যাই।" 

 

 

 

প্রথম ছবিতেই খুব সাহসী চরিত্রে অভিনয়, অভিজ্ঞতা কেমন? অনন্যার কথায়, "ভয় পেয়েছিলাম শুরুতে। প্রথম ছবি, এতজন অভিনেতা, আমার উপর দায়িত্ব ছিল নিজেকে প্রমাণ করার। তাই সুদীপ্তাদি (সুদীপ্তা চক্রবর্তী)র সঙ্গে যোগাযোগ করি। ওঁর কাছে ওয়ার্কশপ করি। চরিত্রটা ফুটিয়ে তোলার জন্য প্রথমে প্রয়োজন ছিল সাহসের, যেটা সুদীপ্তাদি আমার মধ্যে এনে দিয়েছিল। এরপর যে কাজ ই করি না কেন, 'মৃগয়া' আমার কেরিয়ারের মাইলস্টোন হয়ে থাকবে।"

 

 

 

অনন্যা আরও বলেন, "আসলে বাবা কখনও চাননি আমি গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত হই। তাই এখনও বোধহয় একটু রেগে। তেমন প্রতিক্রিয়া পাইনি। হয়তো ছবিটা দেখলে বাবার মন গলবে। সেই অপেক্ষায় আছি। মা যদিও বরাবরই পাশে থেকেছেন আমার।"

 

 

 

 

অনন্যার কথায়, "স্বপ্ন আছে দেব ও জিৎ-এর ছবিতে কাজ করার। আসলে নিজেকে অভিনেত্রী হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই। ইচ্ছে আছে বলিউডেও কাজ করার। চেষ্টা করছি একটু একটু করে। যদিও আমার খলনায়িকার চরিত্র বেশি পছন্দের। কিন্তু নায়িকা হতে এসেছি ইন্ডাস্ট্রিতে, তাই এখন ভাল কাজের অপেক্ষায় আছি।"