সৃজিত মুখোপাধ্যায়ের 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবিতে প্রথমবার দেখা যেতে চলেছে ছোটপর্দার পরিচিত মুখ দিব্যজ্যোতি দত্তকে। ছবিতে 'মহাপ্রভু'র চরিত্রে দিব্যজ্যোতি। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ছোটপর্দার পরিচিত মুখ অলোকানন্দা গুহকে। ছবিতে তিনি 'বিষ্ণুপ্রিয়া'।

ছোটপর্দার জনপ্রিয় মুখ অলোকানন্দা। ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে পথ চলা শুরু হয়েছিল তাঁর। এরপর নিজের সমাজমাধ্যমেও যথেষ্ট পরিচিতি লাভ করেছেন তিনি। অলোকানন্দা অভিনয়ের পাশাপাশি এখন ব্লগার বলেও পরিচিত। তাঁর অনুরাগী সংখ্যা কম নয়। ছোটপর্দা থেকে সমাজমাধ্যমে নেটিজেনদের কাছে তিনি দারুণ জনপ্রিয়।
হঠাৎই এক বিপাকে পড়লেন অভিনেত্রী। অকস্মাৎ এমন এক কাণ্ড যে ঘটতে পারে তাঁর সঙ্গে তা একেবারেই ভাবতে পারেননি অলোকানন্দা। সমাজমাধ্যমে জানিয়েছেন সেই কথা। বড়সড় এক জালিয়াতির খপ্পরে পড়েছেন অভিনেত্রী। সম্প্রতি, সমাজমাধ্যমের পাতায় একটি ভিডিও পোস্ট করে সেই কথা তুলে ধরেছেন অলোকানন্দা।
আসলে একটি নামী শপিং অ্যাপ থেকে কয়েকটি পোশাক অর্ডার করেছিলেন তিনি। কিন্তু সেই পোশাকগুলোর বদলে একেবারে অন্য একটি জিনিস এসে হাজির অভিনেত্রীর বাড়িতে। তিনি ওই ভিডিওতে বলেন, "ভাবতে পারিনি এমনটা হবে। এই শপিং অ্যাপের উপর অনেক ভরসা ছিল। তাই অন্যান্য জায়গা থেকে না নিয়ে এখান থেকে অর্ডার করেছিলাম। আমি দুটো ব্যাকলেস টপ অর্ডার করি। আর আমার কাছে একটা ফ্রক এসে পৌঁছেছে তার জায়গায়।"
অলোকানন্দা আরও বলেন, "কিছুদিন আগেই পাহাড়ে ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে আমাদের। ভেবেছিলাম ডেনিম জ্যাকেটের সঙ্গে ওই টপগুলো ম্যাচিং করে পরব। কিন্তু সেটা আর হওয়ার উপায় নেই। অন্যদিকে, যে ফ্রকটা এসেছে সেটাও আমার একদম পছন্দ হয়নি। এরকম হবে ভাবতেই পারিনি। টাকাগুলো নষ্ট হল, সঙ্গে পছন্দের জিনিসটাও পেলাম না। মনটাই খুব খারাপ হয়ে গেল।"
অলোকানন্দা এই ভিডিও পোস্ট করতেই ওই শপিং অ্যাপের অফিসিয়াল পেজ থেকে কমেন্ট এসেছে। ওই সংস্থা এই বিষয়টি খতিয়ে দেখবেন বলেও জানিয়েছেন।

প্রসঙ্গত, প্রথমবার সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে কাজ করা প্রসঙ্গে আজকাল ডট ইন-কে অলকানন্দা বলেছিলেন, "ছ'বছর আগে একটি ধারাবাহিকে 'বিষ্ণুপ্রিয়া'র চরিত্রটি করেছিলাম। তখন রাণাদা বলেছিলেন, কোনওদিন বড়পর্দায় 'মহাপ্রভু' নিয়ে কাজ করলে আমাকেই 'বিষ্ণুপ্রিয়া'র চরিত্রটি দেবেন। আজ এত বছর পর যে কথা রেখেছেন, সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে কাজের সুযোগ পেয়েছি, মনে হচ্ছে যেন স্বপ্নপূরণ।"
