সকাল থেকেই একাহাতে লক্ষ্মীপুজোর আয়োজন সারছেন অভিনেত্রী অহনা দত্ত। একদিকে মেয়েকে সামলানো, অন্যদিকে, পুজোর আয়োজন, হিমসিম খাচ্ছেন? আজকাল ডট ইন-এর প্রশ্নে অহনা হেসে বলেন, "না না সবটা গুছিয়ে নিয়েছি।" 

 


অভিনেত্রী অহনা দত্ত। মেয়েকে নিয়েই এখন দিন কাটছে তাঁর। মাত্র ২১ বছর বয়সে মা হয়েছেন অহনা। তাই রোজ নতুন কিছু শিখছেন তিনি। অন্তঃসত্ত্বা থাকালীন অহনা মাঝেমধ্যেই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতেন তার দৈনন্দিন রুটিন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই ঠিক করে ফেলেছিলেন তার নাম। কিছুদিন আগেই প্রকাশ্যে এনেছেন মেয়ের নাম।

 

 


যদিও অহনা মেয়ের মুখ দেখাননি এখনও পর্যন্ত। কিন্তু নামটা প্রকাশ্যে এনেছেন। অহনা জানিয়েছেন মেয়ের নাম রেখেছেন 'মীরা'। আসলে শাশুড়ি মার নামে মেয়ের নামকরণ করেছেন অভিনেত্রী। মেয়ের জন্মের পর দীপঙ্কর জানিয়েছিলেন, তাঁর মনে হয়েছে তাঁদের সন্তান রূপে তাঁর মা-ই ফিরে এসেছেন। তাই মেয়ের নামও মায়ের নামেই রেখেছেন অহনা-দীপঙ্কর।

 

 

মেয়ে মানেই কি তাকে লক্ষ্মীমন্ত হতে হবে? অহনা কী শেখাবেন মেয়ে মীরাকে? অভিনেত্রীর কথায়, "এখনকার দিনে মেয়েদের লক্ষ্মীমন্ত হওয়ার পাশাপাশি, কালীমন্তও হতে হবে। দেশের আইনের উপর সবকিছু ছেড়ে দিয়ে চুপ থাকলে হবে না। প্রয়োজনে নিজেকেই রুখে দাঁড়াতে হবে। আমি তো সব সময় চাই, মেয়ের মনের জোর যেন আকাশছোঁয়া হয়। কীভাবে সমস্ত পরিস্থিতি মোকাবিলা করতে হয়, মীরা যেন সেটা জানে। তাই শুধু লক্ষ্মীমন্ত হলে হবে না, লড়াকু শক্তিও থাকা চাই।"


মেয়েকে নিয়ে সমাজমাধ্যমে নানা ভিডিও ভাগ করেন অহনা। কখনও একরত্তির দুষ্টুমি, কখনও তার খাওয়ার রুটিন, কখনও আবার মেয়ের সঙ্গে সময় কাটানোর মুহূর্তদের সমাজমাধ্যমে তুলে ধরেন তিনি। মেয়েকে নিয়ে এখন কেমন কাটছে অহনার দিন? আজকাল ডট ইন প্রশ্ন রেখেছিল নতুন মায়ের কাছে। প্রশ্ন শুনেই হেসে উঠলেন অভিনেত্রী। অহনার কথায়, "একটা ছোট্ট ডল পুতুল এসেছে আমার বাড়িতে। ওকে নিয়ে খেলছি সারাদিন। মেয়ের চোখে ঘুম খুব কম। তবে পেট ভর্তি থাকলে ও ঘুমায়। কখনও সারারাত জেগে থাকে, কখনও আবার সারাদিন ঘুমায়। আমিও ওর সঙ্গে এই মুহূর্তগুলো এনজয় করি।"

 

 

অহনার কথায়, "আমরা একজন ন্যানি রেখেছি, ও ওর কাছেও থাকে। তাই আমার ঘুমের খুব একটা অসুবিধা হয় না। তাছাড়া ওর দাদু তো সব সময় সঙ্গে দেয়। নাতনিকে চোখে হারায়। আমার ননদ আসে মাঝেমধ্যে, ও সবার কোলে যায়। খুব ভাল বাচ্চা।" 

 

আরও পড়ুন: মেয়ে হতে হবে 'লক্ষ্মীমন্ত'! কমললোচনার আরাধনার সঙ্গে ঘরের লক্ষ্মীকে কীভাবে বড় করছেন টলিপাড়ার বাবা-মায়েরা?

 

অভিনেত্রী বলেন, "অনেক মায়েদের বাচ্চাকে বড় করা নিয়ে অনেক মিথ শুনতে হয়। এটা করতে নেই, ওটা করলে এই হয়! কিন্তু সেদিক থেকে দেখতে গেলে আমি ভাগ্যবতী। এসব আমায় কেউ বলতে আসেনি এখনও পর্যন্ত। সবাই জানে, আমি যেটা করব, আমার মেয়ের জন্য সেটাই ঠিক।" 

 


ধারাবাহিকে ফেরার কথা কবে ভাবছেন অহনা? জবাবে তিনি বলেন, "আগে জীবনটা ধারায় আসুক! এখনই ভাবছি না। আগেই ভেবেছিলাম ছ'টা মাস যাক। মেয়ে একটু বড় হোক, তারপর অবশ্যই ভাবব। যদিও ভাল চরিত্রের সুযোগ এলে কিছুতেই হাতছাড়া করব না। কারণ, আমার পরিচয় একজন অভিনেত্রীও।"