নিজস্ব সংবাদদাতা: টলিপাড়ার চর্চিত জুটি রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য। আগে বন্ধুত্ব থাকলেও জি বাংলার 'যমুনা ঢাকি'র সেট থেকে প্রেমের সম্পর্কে রয়েছেন রুবেল-শ্বেতা। এই মুহূর্তে শ্বেতাকে দর্শক দেখছেন 'কোন গোপনে মন ভেসেছে' সিরিয়ালে। অন্য দিকে রুবেলকে দেখা যাচ্ছে 'নিমফুলের মধু'তে। ১৯ জানুয়ারি, রবিবার চার হাত এক হতে চলেছে রুবেল-শ্বেতার। 

 


শনিবার পরিবারের আয়োজনে শেষ আইবুড়ো ভাত খেয়েছেন শ্বেতা। এরপর ইতিমধ্যেই সামনে এসেছে শ্বেতা দাসের মেহেন্দির ছবি। সবুজ শাড়িতে সেজে দু'হাত ভরে মেহেন্দি করতে দেখা গেল অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে।

 


মেহেন্দির সময় চওড়া সোনালি পাড়ের ট্রাডিশনাল শাড়ির সঙ্গে পুরনো ঐতিহ্যবাহী সোনার গয়না সাজতে দেখা গেল শ্বেতাকে। তাঁর হাতে আঁকা হয়েছিল বর-কনের ছবি। মেহেন্দি করার সময় বেশ হাসিখুশিই ধরা পড়লেন অভিনেত্রী। শ্বেতার মেহেন্দিতে রুবেলের ছবি ফুটে উঠতেই বেজায় খুশি অনুরাগীরা। 

 

 

এদিকে, বিয়েরদিন সকালে বেজায় ব্যস্ত রুবেল। বাড়ির নিয়ম অনুযায়ী আগের দিন হয়েছে গায়ে হলুদ। আজকাল ডট ইন-কে হবু বর বলেন, "সকাল থেকে নানা নিয়মের মধ্যে বাঁধা আমি। কয়েকদিন আগে পর্যন্তও একটু ভয় করছিল। কিন্তু এখন প্রতিটা মুহূর্ত দারুণ উপভোগ করছি। প্রেম স্বীকৃতি পাওয়ার আনন্দটা ভাষায় প্রকাশ করা যাবে না।"