নিজস্ব সংবাদদাতা: টলিপাড়ার চর্চিত জুটি রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য। আগে বন্ধুত্ব থাকলেও জি বাংলার 'যমুনা ঢাকি'র সেট থেকে প্রেমের সম্পর্কে রয়েছেন রুবেল-শ্বেতা। সোশ্যাল মিডিয়ায় দু'জনের একসঙ্গে কাটানো মিষ্টি মুহূর্ত অনুরাগীদের সঙ্গে মাঝেমধ্যেই ভাগ করে নেন জুটিতে।

 


এই মুহূর্তে শ্বেতাকে দর্শক দেখছেন 'কোন গোপনে মন ভেসেছে' সিরিয়ালে। অন্য দিকে রুবেলকে দেখা যাচ্ছে 'নিমফুলের মধু'তে। ১৯ জানুয়ারি চার হাত এক হতে চলেছে রুবেল-শ্বেতার। তাই জোরকদমে চলছে বিয়ের তোড়জোড়। এদিকে আইবুড়ো ভাতের পর্বও চলছে প্রায় প্রতিদিন।

 


শুটিংয়ের ব্যস্ততা সামলে বন্ধুদের কিংবা আত্মীয়দের ডাকে নিয়মরক্ষা করতে পৌঁছে যাচ্ছেন জুটিতে। সমাজ মাধ্যমে তুলে ধরছেন এই খুশির মুহূর্তগুলো। এদিকে ধীরে ধীরে সময় এগিয়ে আসছে শুভদিনের। 

 


এবার সামনে এল রুবেল-শ্বেতার বিয়ের আমন্ত্রণ পত্র। এর আগেও সামনে এসেছিল আমন্ত্রণ পত্রের এক ঝলক। লাল রঙের আমন্ত্রণ পত্রের উপর লেখা 'বিয়ের গল্প কথা'। পত্রটির ভিতরে রুবেল ও শ্বেতার ছবি। 'যমুনা ঢাকি'তে সিঁদুর দানের মুহূর্তেই আমন্ত্রণ পত্রে ফুটিয়ে তুলেছেন তাঁরা। লেখা রয়েছে, শুভ পরিণয় রুবেল-শ্বেতা। বিয়ের দিন এগিয়ে আসছে, বাড়ছে ব্যস্ততা। তার মাঝেও একটানা শুটিং করছেন দু'জন। বিয়ের সাজে জুটিকে দেখার জন্য এখন অপেক্ষায় অনুরাগীরা।