নিজস্ব সংবাদদাতা: অবশেষে স্বীকৃতি পেল বহু বছরের প্রেম। চার হাত এক হল রুবেল শ্বেতার। বিয়ের দিন সকাল থেকেই বর-কনের বিয়ের সাজ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন অনুরাগীরা। 


সোনালি সুতোর কাজ করা সাদা ধুতি-পাঞ্জাবিতে রুবেল। নাচের তালে বিয়ের মণ্ডপে ঢুকতে দেখা গেল তাঁকে। এদিকে, লাল বেনারসি আর সোনার গয়নায় রুবেলকে নাচের ছন্দেই আহ্বান জানালেন শ্বেতা। বর-কনে দু'জনেই বিয়ের সাজে বেছে নিলেন সাবেকিয়ানা। 

বৈদিক মতে মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক চার হাত এক করলেন জুটির। রুবেল-শ্বেতার বিয়ের আসর বসেছে নাগেরবাজার অঞ্চলের রাজা প্যালেসে।

ভূরিভোজের তালিকায় থাকছে রকমারি স্টার্টারে মাছ-মাংসের এলাহি আয়োজন। থাকবে রকমারি স্যালাডও। এছাড়াও কুলচা, চানা, ফিশফ্রাই, পোলাও, সাদা ভাত, পাঁঠার মাংস, মুরগির মাংস। থাকছে কালাকাঁদ, নতুন গুড়ের রসগোল্লা ও নানা ধরনের মিষ্টি। এদিন টলিপাড়ার ছোটপর্দা থেকে বড়পর্দায় বহু তারকাদের দেখা গেল বিয়ের আসরে। 

যুগলের বিয়ের ছবি সমাজমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। নবদম্পতিকে শুভেচ্ছাবার্তায় ভরিয়েছেন অনুরাগীরা।