নিজস্ব সংবাদদাতা: টলিপাড়ার চর্চিত জুটি রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য। আগে বন্ধুত্ব থাকলেও জি বাংলার 'যমুনা ঢাকি'র সেট থেকে প্রেমের সম্পর্কে রয়েছেন রুবেল-শ্বেতা। এই মুহূর্তে শ্বেতাকে দর্শক দেখছেন 'কোন গোপনে মন ভেসেছে' সিরিয়ালে। অন্য দিকে রুবেলকে দেখা যাচ্ছে 'নিমফুলের মধু'তে। ১৯ জানুয়ারি, রবিবার চার হাত এক হতে চলেছে রুবেল-শ্বেতার।
বিয়ের দিন সকাল থেকেই সাজ সাজ রব শ্বেতার বাড়িতে। বিয়ের কনের হাতের মেহেন্দিতে ফুটেছে রুবেলের ছবি। সেই ছবিও সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। এবার এল শ্বেতার গায়ে হলুদের ছবি।
শনিবারই পরিবারের নিয়ম অনুযায়ী রুবেলের গায়ে হলুদ পর্ব সারা হয়েছে। সেই হলুদ নিয়ে বেলায় বরযাত্রী পৌঁছেছে শ্বেতার বাড়িতে। হলুদ শাড়ি, ফুলের গয়নায় এদিন সেজে উঠেছেন শ্বেতা। নায়িকার গায়ে হলুদের সাজেও রয়েছে ঐতিহ্যের ছোঁয়া।
মায়ের হাতেই প্রথম হলুদ ছুঁয়ে বিয়ের লগ্নের দিকে আরও এক ধাপ এগোলেন তিন। মেয়ের গায়ে হলুদ ছুঁয়ে আদর করে জড়িয়ে ধরলেন শ্বেতার মা।
মা-মেয়ের মিষ্টি মুহূর্ত সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই ভেসে এসেছে শুভেচ্ছাবার্তা। নায়িকাকে বিয়ের সাজে দেখার জন্য উৎসাহিত অনুরাগীরা।
