নিজস্ব সংবাদদাতা: জুটি বেঁধে রোমান্টিক নাচে ব্যস্ত রোহন ভট্টাচার্য এবং সৌমিতৃষা কুণ্ডু। একদম ওয়েস্টার্ন লুকে হাজির এই দুই তারকা। কোন মাধ্যমে নতুনভাবে দেখা যেতে চলেছে এই জুটিকে? সেই প্রশ্নই ঘুরছে দর্শকমনে।
লাল গাউন পরে রোহনের সঙ্গে রোমান্টিক নাচে ব্যস্ত সৌমিতৃষা। তাহলে কি এবার জুটি বাঁধছেন এই দুই তারকা! ছোটপর্দায় বা বড়পর্দায় নয়, মঞ্চে জি বাংলার এক বিশেষ অনুষ্ঠানে দেখা যেতে চলেছে প্রথমবার এই দুই তারকাকে একসঙ্গে। এছাড়াও অনুষ্ঠানে দেখা যাবে বহু তারকাদের। তাঁদের মধ্যে থাকবেন জাভেদ আলি, অনুষ্কা পাত্র, বাবুল সুপ্রিয়, বিশ্বনাথ বসু, সোমলতা আচার্য থেকে শুরু করে জি বাংলার ধারাবাহিকের পরিচিত মুখেরাও।
ধনধান্য অডিটোরিয়ামে সম্প্রতি হয়ে গেল এক অনুষ্ঠান, যেখানে প্রথমবার রোমান্টিক মুডে ধরা দিলেন দুই তারকা। এই মুহূর্তে ছোটপর্দায় কাজ করছেন না রোহন বা সৌমিতৃষা কেউই। জি বাংলার 'মিঠাই ' ধারাবাহিকের পর ছোটপর্দা থেকে কিছুদিনের বিরতি নিয়েছেন সৌমিতৃষা। অন্যদিকে স্টার জলসার 'তুমি আশে পাশে থাকলে' ধারাবাহিকে শেষবার দেখা গিয়েছিল রোহনকে।
দু'জনেই এখন বড়পর্দা এবং ওয়েব সিরিজে অভিনয় নিয়ে ব্যস্ত। তবে এর মাঝেই বিশেষ অনুষ্ঠানে দেখা গেল তাঁদের। নতুন জুটি দেখতে দর্শক সবসময় পছন্দ করেন। তাই রোহন-সৌমিতৃষার জুটিও মনে ধরেছে তাঁদের। তবে কি এবার এই জুটি কেউ দেখা যেতে পারে পর্দায়? এই প্রশ্ন উঠছে অনেকের মনেই। পর্দায় দেখা যাওয়া নিয়ে নিশ্চয়তা না থাকলেও মঞ্চে জনপ্রিয়তা পেয়েছে এই জুটি।
