২০২১ সালে টলিপাড়ার চর্চিত জুটি রাজা গোস্বামী ও মধুবনীর জীবনে আসে তাঁদের প্রথম সন্তান। এখন ছেলে কেশবের বয়স চার। ছেলেকে সময় দেওয়ার জন্য অভিনয় থেকে বেশ অনেকদিন বিরতি নিয়েছিলেন মধুবনী গোস্বামী। ছেলে কেশভকে সময় দেওয়ার সঙ্গেই চালিয়ে যাচ্ছিলেন বিউটি পার্লার ও ভ্লগিংয়ের কাজ। পর্দায় কাজ না করলেও সাম্প্রতিককালে বিভিন্নভাবে চর্চায় উঠে এসেছেন তিনি। কখনও নিজের লুক, কখনও বা বেঁফাস মন্তব্যের জেরে একাধিকবার কটাক্ষের মুখে পড়েছেন মধুবনী। সম্প্রতি তাঁর চাকুরীজীবী মায়েদের নিয়ে মন্তব্য ঘিরে নেটপাড়ায় বিস্তর আলোচনা হয়েছে। 

 

 

এবার এক নতুন খবর দিয়ে একেবারে চমকে দিয়েছেন অভিনেত্রী। সমাজমাধ্যমে মধুবনী সামনে আনেন তাঁর স্ফীতোদর। তবে কি দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী? সম্প্রতি এমনটাই ইঙ্গিত দিলেন তিনি। রাজার সঙ্গে একটি ছবি ভাগ করে নিয়েছেন তিনি।

 

 

 

খয়েরি রঙের একটি সালোয়ার কামিজে নায়িকাকে ছবিতে দেখা গিয়েছে। আর রাজার পরনে ছিল কালো, সাদা ও খয়েরি রঙের টি-শার্ট। ছবিতে দেখা গিয়েছে একটু উঁচু জায়গায় দাঁড়িয়ে রয়েছেন মধুবনী। আর তার মধ্যে সব থেকে বেশি নজর কেড়েছে নায়িকার উদর। যা দেখে নেটিজেনদের আন্দাজ এটা বেবিবাম্প। অন্যদিকে, রাজাকে হাতের মুদ্রার মাধ্যমে দুই সংখ্যাটা বোঝাতে দেখা যায়। আর যা দেখে খুব স্বাভাবিক ভাবেই দু'য়ে দু'য়ে চার করতে সময় লাগেনি নেটিজেনদের। ফলে ছবি দেখেই অনেকে বলতে শুরু করেন নায়িকা অন্তঃসত্ত্বা।

 

তবে কেবল ছবি নয়। ছবির ক্যাপশনও এই অনুমানকে আরও খানিকটা উস্কে দিয়েছে। ছবিটি পোস্ট করে মধুবনী লেখেন, ‘আমরা এটার জন্য প্রস্তুত ছিলাম না, একদমই না। কিন্তু জীবন আমাদের নানা রকম আনন্দের সারপ্রাইজ দিয়ে থাকে। আগামিকাল আমরা একটা ঘোষণা করব। একটা ভিডিওর মাধ্যমে। বিষয়টা পুরোপুরি অপরিকল্পিত ছিল… সত্যি বলতে, আমিও এখনও ঠিক বিশ্বাস করে উঠতে পারছি না। যাইহোক, বিষয়টা যখন হচ্ছে, তখন তোমাদের সঙ্গে তো ভাগ করতেই হবে। আগামিকালের দিনটাই বেছে নিয়েছি। তোমাদের আনুষ্ঠানিকভাবে জানানোর জন্য। পুনশ্চ- এটা খুবই একটা ভাল খবর। আর এটা আমার পার্লার বিষয়ে কিছু নয়, এটা সম্পূর্ণ অন্য একটা বিষয়।’

 

 

 

রাজা-মধুবনীর এই ছবিতে ইতিমধ্যেই শুভেচ্ছায় ভরিয়েছেন অনুরাগীরা। যদিও দ্বিতীয় সন্তান আসার বিষয়টা এখনও পর্যন্ত খোলসা করেননি এই তারকা জুটি। এদিকে, অনেকসময় প্রচারের আলোয় থাকার জন্য তারকারা বিভিন্ন বিষয়কে বেছে নেন, যা নিয়ে পরে বিতর্কের সৃষ্টি হয়। তবে রাজা-মধুবনীর ক্ষেত্রে ঠিক কেমন হবে এই সুখবর, তা জানার অপেক্ষায় নেটিজেনরা।

 

 

 

 

প্রসঙ্গত, কিছুদিন আগেই অভিনয়ে ফিরলেন মধুবনী। 'চিরসখা' ধারাবাহিকের মাধ্যমে বহুদিন বাদে আবার লাইট ক্যামেরা অ্যাকশনে অভিনেত্রী। নিজেই সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন সেই ছবি। এদিকে নতুন কাজের কথা জানাতেই ফের কটাক্ষের মুখে পড়েছেন অভিনেত্রী। সন্তানকে ছেড়ে কেন কাজ শুরু করেছেন তিনি, কেনই বা তাঁর হাতে নেই স্বামীর কল্যাণের জন্য শাখা পলা? এই ধরনের নানা প্রশ্নের মুখে পড়তে হয়েছে মধুবনীকে। তবে শুধু কটাক্ষই নয়, প্রিয় অভিনেত্রীকে পর্দায় ফিরে পেয়ে দারুণ খুশি বহু অনুরাগীরাই। এবার নায়িকার জীবনে আরও এক সদস্য আসছে কিনা তা জানার জন্যও অধীর আগ্রহে অপেক্ষা করছেন রাজা-মধুবনীর অনুরাগীরা।