নিজস্ব সংবাদদাতা: হাসপাতালে অভিনেতা ফাহিম মির্জার একটি ছবি দেখে চমকে উঠেছেন তাঁর অনুরাগীরা। হাসপাতালের বিছানায়, একহাতে প্লাস্টার করা, মুখে যন্ত্রণার ছাপ, হঠাৎ কী হল অভিনেতার? 

 

 

 

পর্দায় এমন লুক বা দৃশ্যে মাঝেমধ্যেই দেখা যায় অভিনেতাদের। তবে এ ছবি পর্দার নয় বাস্তবে হাসপাতালে ভর্তি ফাহিম মির্জা। হাতে গুরুতর চোট লাগায় অস্ত্রোপচার করতে হয় অভিনেতাকে। তবে চরম যন্ত্রণা সহ্য করতে হয়েছে তাঁকে, অস্ত্রোপচারের পর এখনই নিজে বসে খেতে পারছেন অভিনেতা। সমাজমাধ্যমে সেই ছবি পোস্ট করে সকলকে ধন্যবাদ জানিয়েছেন ফাহিম।

 

 

 

 

হাসপাতালের বেডে বসে একটি ছবি ভাগ করে ফাহিম লিখেছেন, 'সকলকে অসংখ্য ধন্যবাদ প্রার্থনার জন্য, অস্ত্রোপচারের পর ধীরে ধীরে সুস্থ হচ্ছি, হাতের মাসেল ছিড়ে যাওয়ার ফলে অসম্ভব যন্ত্রণা অনুভব করেছি'। এতটাই গুরুতর চোট পান ফাহিম যে তাঁর হাতের মাংসপেশি ছিড়ে যায়, অস্ত্রোপচার করা ছাড়া আর কোনও উপায় ছিল না। আবার ডান হাতে চোট পেয়েছেন ফাহিম, সেই কারণে বেশ কিছু অসুবিধা হচ্ছে। পুরোপুরি সেরে উঠতে খানিকটা সময় তো লাগবেই। তবে সুস্থ না হলেও আগের থেকে কিছুটা ভাল আছেন তিনি। 

 

 

 

 

ফাহিমকে সম্প্রতি দর্শক দেখতে পাচ্ছেন জি বাংলার 'মিত্তির বাড়ি' ধারাবাহিকে। খুব শীঘ্রই সুস্থ হয়ে আবার কাজে ফেরার অপেক্ষায় রয়েছেন ফাহিম।