নিজস্ব সংবাদদাতা: টলিপাড়ায় এখন বদলাচ্ছে ছবির চেনা ঘরানা। পাল্টাচ্ছে পরিচিত ভাবনা। তার সঙ্গে তাল মিলিয়ে নিজেদের ভাঙছেন অভিনেতা-অভিনেত্রীরাও। গল্পের একচেটিয়া ছকের বাইরে দর্শক মনে জায়গা করে নিচ্ছে জমজমাট রহস্য। সঙ্গে ভরপুর অ্যাকশনে আঁটসাঁট হচ্ছে গল্পের বাঁধন। তাই এখন এই পথ ধরেই হাঁটছেন একাধিক পরিচালক। 


আবারও এক অ্যাকশন থ্রিলারের কাহিনি ফুটি উঠবে পরিচালক আতিউল ইসলামের আগামী ছবিতে। সূত্রের খবর, গল্পে ফুটে উঠবে ফোকলোর থ্রিলার। টলিপাড়ার কানাঘুষো ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেতা বনি সেনগুপ্তকে। এক পুলিশ অফিসারের চরিত্রে থাকছেন তিনি। ছবির চমক হিসাবে থাকছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। ছবির নাম 'বানসারা'। আজকাল ডট ইন-এ এবার সামনে এল ছবির প্রথম ঝলক। 

গল্পে এক মাফিয়া চক্রের মাথা হিসাবে দেখা যাবে তাঁকে। এর আগে এই ধরণের চরিত্রে দর্শক আগে দেখেননি অভিনেত্রীকে। তাঁর চরিত্রটি গড়া হয়েছে একেবারে ভিন্ন মাত্রায়। 


যেহেতু গ্রাম বাংলা এবং প্রাচীন সংস্কৃতির মিশেলে গল্প তাই পুরো শুটিংই পুরুলিয়ায় হতে চলেছে। নতুন বছর শুরু হতেই শুটিং শুরুর প্রস্তুতি চলছে জোরকদমে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর অর্থাৎ চলতি বছরের মাঝামাঝি সময়ে বড়পর্দায় মুক্তি পাবে ছবিটি।