‘হ্যালো স্যার...’ স্রেফ এইটুকু একটু সংলাপটি শুনলেই যাঁর কথা মনে পড়ে, তিনি আর কেউ নন, তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। সৌজন্যে ‘আবার প্রলয়’ ওয়েব সিরিজ। এই ওয়েব সিরিজের হাত ধরেই অভিনেতা হিসেবে দুরন্ত জনপ্রিয় হয়েছিলেন এই রাজনৈতিক নেতা! বহুদিন ধরে মঞ্চের সঙ্গে যুক্ত এই তৃণমূল সাংসদ। রাজনীতির পাশাপাশি অভিনয়ও তাঁর অন্যতম নেশা। চলতি বছরেই নৈহাটি ব্রাত্যজনের প্রযোজনায় চন্দন সেনের লেখা নাটক ‘দায়বদ্ধ’ নাটকে মুখ্যচরিত্র ‘গগন’-এর ভূমিকায় তাঁর অভিনয় আদায় করে নিয়েছিল দর্শক ও সমালোচক দুই মহলেরই প্রশংসা। এবার ফের একবার মঞ্চে ফিরতে চলেছেন পার্থ। নাট্যকার সৌম্যদীপ সমাদ্দারের ‘ভেনাস থিয়েটারের কিসসা’ নাটকে। পরিচালনায় রঞ্জন দত্ত। প্রসঙ্গত, এইমুহূর্তে রঞ্জন দত্তের পরিচালিত কনকচাঁপা নাটকটি রমরমিয়ে চলছে গোটা বাংলা জুড়ে। সেই নাটকটির প্রধান উপদেষ্টা এবং অন্যতম প্রযোজকের ভূমিকায় কিন্তু রয়েছেন পার্থ ভৌমিক।

আজকাল ডট ইন-কে পরিচালক রঞ্জন দত্ত বললেন, “ থিয়েটারের মঞ্চে বহু অভিনেতা-অভিনেত্রী পা রাখেন। কেউ প্রতিষ্ঠা পায়, কেউ পায় না। যারা পায় না, তারা তো হারিয়ে যাবেই ,তবে যারা নাম-যশের প্রতিষ্ঠা পায়, তারাও কিন্তু হারিয়ে যায়। তবে সেই হারানোর ধরনটা কিন্তু আলাদা। এই নাটকে প্রতিষ্ঠিত সেই অভিনেতা-অভিনেত্রীদের অন্যভাবে হারিয়ে যাওয়ার ধরনটাই তুলে ধরার চেষ্টা করেছি ‘ভেনিস থিয়েটারের কিসসা’তে। তবে হ্যাঁ, এই নাটকের স্টাইলটা কিন্তু ইউরোপিয়ান। অর্থাৎ এই নাটকের ঘটনাটা এখানের কিন্তু তার ধরন, তার চাল-চলনে পুরোটাই ইউরোপীয় স্টাইল।

তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের চরিত্রটিও নিয়েও মুখ খুলেছেন পরিচালক। তাঁর কথায়, এই নাটকে পার্থদার চরিত্রটি এই নাটকে একজন অতৃপ্ত অশরীরীর। জীবিতকালে তাঁর চরিত্রটি একজন দর্শকপ্রিয় অভিনেতা ছিলেন। যে প্রেক্ষাগৃহ তাঁর নাট্যজীবনের সঙ্গে একপ্রকার আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে ছিল, মৃত্যুর পরেও সেই প্রেক্ষাগৃহ, সেই মঞ্চের মায়া ত্যাগ করতে পারে না ওই অভিনেতার প্রেতাত্মা। ওই মঞ্চকেই আঁকড়ে পড়ে থাকে সে। ওই প্রেক্ষাগৃহের মধ্যেই ঘুরে বেড়ায় সে। চরিত্রটির মধ্যের হাহাকার, নাটকের প্রতি মায়া-ই এই নাটকের অন্যতম মূল নির্যাস।"

জানা গেল, পার্থ ভৌমিক এখনও চিত্রনাট্য পড়েননি। কিন্তু নাটকের মূল গল্প তাঁর ভাল লেগেছে, তাই তিনি রাজি ‘ভেনাস থিয়েটারের কিসসা’-এ। নাটকের মহড়া শুরু হবে ২০২৫-এর বিধানসভা নির্বাচনের ফলাফল বের হওয়ার পরে।

আজকাল ডট ইন-কে এ প্রসঙ্গে সাংসদ- অভিনেতা বললেন, “এই প্রসঙ্গে ২০২৫-এর বিধানসভা নির্বাচন না হওয়া পর্যন্ত অভিনয় সংক্রান্ত নতুন কিছুই করব না তা আগেই ঘোষণা করে দিয়েছি। তবে হ্যাঁ, ছবি-সিরিজ সংক্রান্ত কিছু কমিটমেন্ট আছে। বহুদিন আগেই সেসব নিয়ে যেহেতু কথা হয়েছিল, তাই যত দ্রুত সম্ভব সেসব সেরে ফেলছি। মঞ্চ হোক অথবা বড়পর্দা নতুন কোনও প্রজেক্টে হাত দেব ২০২৫-এর বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরে। ভেনাস থিয়েটারের কিস -র ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।"
তবে হ্যাঁ, এই নাটকের প্রাথমিক ভাবনা শুনে আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে। বেশ অন্যরকম। এরকম চরিত্রে আগে কখনও অভিনয় করিনি। তাই এই নাটকটি নিয়ে আমার উৎসাহ রয়েছে। তবে নির্বাচনের আগে কিচ্ছু নয়।” হাসিমুখে মন্তব্য পার্থ-র।
