নিজস্ব সংবাদদাতা: প্রথম স্থানে একচেটিয়া জায়গা করে নিয়েছে স্টার জলসার ধারাবাহিক 'পরশুরাম'। এই সপ্তাহে 'বাংলা সেরা' হয়ে এই মেগা পেয়েছে ৭.৫। মাত্র এক নম্বরের ফারাকে প্রথম স্থান হাতছাড়া হল 'জগদ্ধাত্রী'র। ৭.৪ পেয়ে দ্বিতীয় স্থানে এই ধারাবাহিক। এরপর রয়েছে 'ফুলকি'। ৭.২ নম্বরে চলতি সপ্তাহে তৃতীয় স্থানে রয়েছে এই ধারাবাহিক।
চতুর্থ স্থানে রয়েছে স্টার জলসার ধারাবাহিক 'গৃহপ্রবেশ'। গল্পের মোড়ে বেশ ভালই ফল করেছে এই ধারাবাহিক। এবার এই মেগার প্রাপ্ত নম্বর ৬.৮। পঞ্চমে রয়েছে 'চিরসখা'। কমলিনীর জীবনের নানা মোড় দারুণ পছন্দ করছেন দর্শক। এই সপ্তাহে এই ধারাবাহিকের ঝুলিতে ৬.৬।
আরও কমেছে 'পরিণীতা'র নম্বর। এবার ষষ্ঠ স্থানে রয়েছে এই মেগা। এক সময়ের 'বেঙ্গল টপার'-এর ঝুলিতে এবার ৬.৪ নম্বর। ৬.২ পেয়ে সপ্তমে রয়েছে 'রাঙামতি তীরন্দাজ''। অষ্টমে রয়েছে জোড়া ধারাবাহিক। ৫.৮ পেয়ে এই জায়গায় রয়েছে 'অনুরাগের ছোঁয়া' ও 'রোশনাই'। নবমে ৫.৫ নম্বর পেয়ে রয়েছে আর্য-অপর্ণার গল্প 'চিরদিনই তুমি যে আমার'। দশমে আছে 'কথা', পেয়েছে ৫.০।
এই সপ্তাহে নম্বরের অনুপাতে বেশ ভালই ফল করেছে স্টার জলসা ও জি বাংলার ধারাবাহিক। গল্পের নতুন মোড়ে নতুন চমকেও দর্শক মনে জায়গা করতে পারছে না বেশ কয়েকটি মেগা। অন্যদিকে, সদ্য শুরু হওয়া 'কুসুম' ও 'বুলেট সরোজিনী'র নম্বরও তলানিতে। টিআরপির প্রথম দশে জায়গা করতে পারেনি এই দুই ধারাবাহিক।
