নিজস্ব সংবাদদাতা: আবারও জোর টক্কর টিআরপি-তে। প্রথম স্থানে এবারও স্টার জলসার 'পরশুরাম'। তবে সে একা নেই, এই মেগার সঙ্গে পাল্লা দিয়ে 'বাংলা সেরা'র তকমা পেল 'রাঙামতি তীরন্দাজ'। এই প্রথমবার 'টিআরপি টপার' হল 'রাঙামতি'। যৌথভাবে দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৫।
দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার 'জগদ্ধাত্রী'। আবারও নিজের হারানো জায়গা শেষ কয়েক সপ্তাহে ফিরে পেয়েছে এই মেগা। চলতি সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৯। তৃতীয় স্থানে রয়েছে 'পরিণীতা'। এই সপ্তাহে 'পারুল-রায়ান'-এর গল্প পেয়েছে ৬.৪। এখন একে অপরের প্রেমে ধরা দিয়েছে তারা। তবে তাদের ভালবাসার রেশ টিআরপি-তে যে পড়ছে না, তা বোঝাই যাচ্ছে।
৬.৫ পেয়ে চতুর্থ স্থানে রয়েছে 'ফুলকি'। শত্রু নিধন পর্ব দিয়েও এই সপ্তাহে ভাগ্যের শিকে ছিঁড়ল না 'ফুলকি-রোহিত'-এর। পঞ্চমে রয়েছে 'চিরসখা'। বেশ খানিকটা নম্বর বেড়েছে এই ধারাবাহিকের। চলতি সপ্তাহে পেয়েছে ৬.৪। ষষ্ঠতে রয়েছে 'গৃহপ্রবেশ'। ৬.০ নম্বর পেয়েছে এই ধারাবাহিক। গল্পের মোড়ে বেজায় বিপাকে নায়ক। একদিকে 'শুভলক্ষ্মী', অন্যদিকে 'মোহনা' দু'জনেই একসঙ্গে অন্তঃসত্ত্বা।
সপ্তমে রয়েছে 'কথা'। পেয়েছে ৫.৮। অষ্টমে ৫.৪ নম্বরে রয়েছে 'কোন গোপনে মন ভেসেছে'। ৫.২ পেয়ে নবমে রয়েছে 'চিরদিনই তুমি যে আমার'। দশমে ৪.৯ পেয়ে যৌথভাবে রয়েছে 'অনুরাগের ছোঁয়া' ও 'রোশনাই'।
এই সপ্তাহে টিআরপি-তে সেরা পাঁচে রয়েছে দারুণ চমক। প্রথমবার যেমন 'রাঙামতি'র জয় হয়েছে। তেমনভাবেই নম্বর বাড়িয়ে জায়গা দখল করেছে স্টার জলসা ও জি বাংলার মেগা।
