সংবাদসংস্থা মুম্বই: উৎসবের আবহে দুঃসংবাদ বলিপাড়ায়। শোকের ছায়া নামল বিনোদন জগতে। গত হলেন অভিনেতা, কমেডিয়ান অতুল পরচুরে।‌ক্যানসারের সঙ্গে লড়াই শেষে সোমবার সকালে প্রয়াত হলেন অভিনেতা। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৭ বছর। দুর্ধর্ষ কমিক টাইমিং-এর জন্য অনুরাগীদের কাছে জনপ্রিয় ছিলেন এই মরাঠি অভিনেতা। দ্য কপিল শর্মা শো-এও সম্প্রতি দেখা মিলেছিল তাঁর। 

 

 

 

টেলিভিশনের পাশাপাশি ছবির জগতেও তাঁর অভিনয় নজরকাড়া। মূলত মারাঠি ছবি থেকেই জনপ্রিয় হয়েছিলেন অভিনেতা অতুল। তবে বেশ কিছু বলিউড ছবিতেও দেখা গিয়েছিল তাঁকে। শাহরুখ, অজয় দেবগণের মতো অভিনেতাদের সঙ্গেও কাজ করেছেন অভিনেতা অতুল। কমেডি চরিত্রেই বেশিরভাগ সময় অভিনয় করেছেন তিনি। 

 

 

 

অভিনেতা মাস কয়েক আগে ফাঁস করেছিলেন তাঁর টিউমারে ৫ সেন্টিমিটার টিউমার ধরা পড়েছিল, যা পরবর্তীতে ক্যানসারের আকার নেয়। কপিল শর্মার শো-তে বছরের পর বছর ধরে অভিনেতা সুমনা চক্রবর্তীর বাবা হিসাবে অংশ নিয়েছিলেন তিনি।

 

 

 

অভিনেতা এক সাক্ষাৎকারে ক্যানসারের সঙ্গে লড়াই প্রসঙ্গে বলেছিলেন,"আমার মনে হয়, আপনি যখন অসুস্থ থাকেন, তখনই বুঝতে পারেন কত মানুষ আপনাকে ভালবাসে। ছ'মাসে মানুষের কাছ থেকে এত ভালবাসা পেয়েছি বলে আমি তাঁদের সকলের প্রতি কৃতজ্ঞ।"