নিজস্ব সংবাদদাতা: ‘আমার বস’র হাত ধরে ২২ বছর পর ফের বাংলা ছবিতে ফিরছেন রাখি গুলজার। বর্তমানে এই ছবির প্রচারে ব্যস্ত উইন্ডোজ প্রোডাকশন হাউজ। শুরু থেকেই নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবিটি ঘিরে চর্চা তুঙ্গে।
মা ও ছেলের গল্প বলবে এই ছবি। তারই ঝলক টিজারে। গল্পে শিবপ্রসাদ অর্থাৎ 'অনিমেষ গোস্বামী' একটি প্রকাশনা সংস্থার কর্ণধার। অফিসে তার পরিচয় একজন কড়া বস হিসাবে। কিন্ত বাড়িতে অনিমেষের 'বস' তার মা। একদিকে মায়ের সঙ্গে ছেলের স্নেহের রসায়ন আর অন্যদিকে অফিসে অনিমেষের কড়া মেজাজ- দুইয়েরই ঝলক মিলেছে টিজারে। একসময় ছেলের অফিসে একজন কর্মচারি হিসাবে যোগ দেয় তার মা। উদ্দেশ্য ছেলের রাগী মেজাজে বদল আনা। মা সেই কাজে কতটা সফল হবে সেই উত্তর অবশ্য এখন অধরা।
প্রসঙ্গত, 'আমার বস'-এ রাখি গুলজারের পাশাপাশি সঙ্গে পর্দা ভাগ করবেন সাবিত্রী চট্টোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, ঐশ্বর্য সেন , আভেরি সিংহ রায়, গৌরব চট্টোপাধ্যায় এবং ছোটপর্দার পরিচিত মুখ শ্রুতি দাস। 'উইন্ডোজ প্রোডাকশন'-এর ব্যানারে ৯ মে বড়পর্দায় মুক্তি পাচ্ছে এই ছবি।
