বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তনুশ্রী দত্তের বর্তমান অবস্থার কথা শুনলে শিউরে উঠবে গা! ২০১৮ সাল থেকে নিজের বাড়িতেই এক রকম ভয়ে দিন কাটাচ্ছেন তিনি। এবার সেই যন্ত্রণা আর চেপে রাখতে পারলেন না তনুশ্রী। চোখের জল ফেলতে ফেলতেই ভিডিও করে সামাজিক মাধ্যমে জানালেন নিজের উপর হওয়া লাগাতার অত্যাচারের কথা। বললেন, “নিজের বাড়িতেই আমি নিরাপদ নই। কেউ যেন আমাকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে।”
কয়েকদিন আগেই একটি ভিডিও ভাগ করেছেন অভিনেত্রী। তনুশ্রীর কথায়, “কয়েক বছর ধরে আমি নিজের বাড়িতেই ভয়ংকর ভাবে হয়রানির শিকার। প্রচুর জিনিস চুরি হয়েছে, নষ্ট করে দেওয়া হয়েছে, বাইরে থেকে প্রায়ই দরজায় মারধর করা হয়। আমি অসুস্থ হয়ে পড়ছি, মানসিকভাবে আর সহ্য করতে পারছি না।” তিনি জানান, এতদিন একাই এসব সামলানোর চেষ্টা করলেও এখন পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে। তাই বাধ্য হয়েই পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি।
ভিডিওতে তনুশ্রীকে দেখে অবাক অনুরাগীরা। একসময়ের ঝলমলে চেহারার অভিনেত্রীকে যেন চেনাই যায় না—ওজন অনেকটাই বেড়ে গিয়েছে, চোখে মুখে অসুস্থতার ছাপ স্পষ্ট। জানা যাচ্ছে, মানসিক চাপে ভুগতে ভুগতেই তাঁর এই অবস্থা। নিজেই বলেছেন, “কোনও কাজ মন দিয়ে করতে পারছি না, শরীর ভেঙে পড়েছে।”

অভিনেত্রী এ-ও বলেন, ‘‘গত পাঁচ বছর ধরে অদ্ভুত সব ঘটনা ঘটছে। কখনও আমার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়েছে। কখনও আবার আমার খাবারে বিষ মেশানো হয়েছে। আমার বাড়ির সামনেও অনেক কিছু ঘটতে থাকে। প্রচারের থাকার জন্য এ সব ভিডিয়ো বানানোর প্রয়োজন নেই। আমি প্রাক্তন মিস ইন্ডিয়া, সেটা সকলের মাথায় রাখা উচিত।’’
এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি জানান, তাঁর সুশান্ত সিং রাজপুতের সঙ্গে একটি সিনেমায় অভিনয় করার কথা ছিল, কিন্তু সেই পরিকল্পনা পূরণ হওয়ার আগেই সুশান্তের রহস্যজনক মৃত্যু ঘটে।
তনুশ্রী বলেন, “সুশান্তের সঙ্গে একটি প্রকল্পে কাজ করার কথা চলছিল। আমরা একে অপরকে ভালভাবে চিনতাম না, কিন্তু ওই ছবিটি করতে পারলে হয়তো আমাদের মধ্যে ভাল বোঝাপড়া তৈরি হতো। দুঃখের বিষয়, সে তো বাঁচলই না। ওঁর আত্মহত্যার ঘটনা আমার মনে গভীর ছাপ ফেলেছে।”
তনুশ্রী দত্ত আরও দাবি করেন, বলিউড ইন্ডাস্ট্রিতে বহু অদৃশ্য ও অন্ধকার শক্তি কাজ করে, যা একাধিক প্রতিভাবান শিল্পীর জীবনে প্রভাব ফেলে। তাঁর কথায়, “আমি ও সুশান্ত—আমরা দু’জনেই একরকম পরিস্থিতির শিকার। আমাদের বিরুদ্ধে এক ধরনের মনস্তাত্ত্বিক ও পেশাগত ষড়যন্ত্র চালানো হয়েছে। এটা কাকতালীয় নয় যে, আমরা একটা সিনেমা করতে যাচ্ছিলাম, আর সেই ছবির নায়কই আজ জীবিত নেই।”
‘আশিক বানায়া আপনে’ খ্যাত এই অভিনেত্রী এক সময় মিটু আন্দোলনের বড় মুখ ছিলেন। নানা পাটেকর-সহ ইন্ডাস্ট্রির নানা ব্যক্তিত্বকে কাঠগড়ায় তুলেছিলেন তিনি। সে সময় থেকেই তাঁর জীবন এক অন্য ধরণের ঝড়ের মুখে পড়ে বলে অনেকের অনুমান।
তবে এতদিন কাজের পরিবেশ নিয়ে সরব হলেও, নিজের বাড়িতেই যে তিনি এত বড় সন্ত্রাসের মুখে দিন কাটাচ্ছেন—তা এতদিন জানতেই পারেননি কেউ। এবার আর মুখ বুজে না থেকে, সমাজের কাছেই সাহায্যের আবেদন জানালেন তনুশ্রী দত্ত। তাঁর প্রশ্ন, “নিজের বাড়িতে যদি কেউ নিরাপদ না থাকেন, তাহলে কোথায় যাব?”
এই অবস্থায় তনুশ্রীর পাশে কে আছেন, তা স্পষ্ট নয়। পরিবার বা বন্ধুবান্ধবের থেকে কতটা সহায়তা পাচ্ছেন, তাও অজানা।
