সংবাদসংস্থা মুম্বই: বিপাকে জনপ্রিয় তামিল অভিনেতা শ্রীকান্ত। মাদক সেবনের অভিযোগে অভিনেতাকে গ্রেপ্তার করল চেন্নাই পুলিশ। জানা গিয়েছে, সোমবার সকালে অভিনেতাকে নুঙ্গামবাক্কাম থানায় জিজ্ঞাসাবাদের জন্যে ধরে নিয়ে যায় চেন্নাই পুলিশ। এরপর অভিনেতার রক্তের নমুনা সংগ্রহ করা হয় এবং পরীক্ষার জন্যে পাঠানো হয়। এরপরেই তাঁকে বিস্তারিত জিজ্ঞাসাবাদের পর পুলিশি হেফাজতে আনা হয়।
জানা যাচ্ছে, তাঁর সঙ্গে প্রসাদ নামক এক ব্যক্তির ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। তিনি নাকি প্রাক্তন আইটি শাখার কর্মী ছিলেন। তদন্তে নেমে পুলিশ মাদকের সঙ্গে অভিনেতার জড়িত থাকার বিষয়টি আবিষ্কার করেন। মেডিকেল পরীক্ষায় প্রমাণিত হয় যে, অভিনেতা মাদক সেবন করেন। শুধু তাই নয়, অভিনেতার মোবাইলেও অপরাধমূলক লেনদেনের নথি পাওয়া গিয়েছে।
খবর, শ্রীকান্ত প্রায় ৪০ বার ৪.৭২ লক্ষ টাকা দিয়ে প্রসাদের থেকে কোকেন কিনেছিলেন। পুলিশ অভিনেতার গুগল পে লেনদেন থেকে তার প্রমাণ পেয়েছে। এর আগে প্রসাদ স্বীকার করেছিলেন যে, তিনি অভিনেতাকে কোকেন বিক্রি করেছিলেন। এরপরেই শ্রীকান্তকে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস আইনের অধীনে গ্রেপ্তার করা হয়। যদিও এখনও পর্যন্ত শ্রীকান্তের আইনজীবীর পক্ষ থেকে কোনও বিবৃতি আসেনি।
