সংবাদসংস্থা মুম্বই: করিনা কাপুর এবং সইফ আলি খান বরাবরই তারকা জুটি হিসেবে নজির গড়েন। তাঁদের প্রেম, খুনসুটি, একে অপরের প্রতি দায়িত্বশীলতা মাঝে মধ্যেই নজর কাড়ে নেটিজেনদের।
করিনা কাপুর এবং সইফ আলি খান ২০১২ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দুই সন্তান তৈমুর আলি খান ও জাহাঙ্গির আলি খান'কে নিয়ে দিব্যি সংসার করছেন পাতৌদি দম্পতি।
শুধুমাত্র নামেই নবাব নন, সন্তানদের শিক্ষাতেও ধরা পড়েছে সেই রেশ। এখন থেকেই মায়ের সেবায় ব্যস্ত তৈমুর। সম্প্রতি, সমাজ মাধ্যমে বড়ছেলের একটা ছবি ভাগ করে নিয়েছেন করিনা। সেখানে দেখা যাচ্ছে, মায়ের জুতো হাতে হাঁটছে তৈমুর। অনুষ্ঠানে যাতে করিনার হিল জুতো পরে কোনও অসুবিধা না হয়, তাই মায়ের সেবা করতে ছুটে এসেছে ছেলে।
তৈমুরের ওই ছবি ভাগ করে করিনা লেখেন, 'মায়ের সেবা চলুক বছরজুড়ে এবং চিরকাল। শুভ নববর্ষের শুভেচ্ছা বন্ধুরা। আরও ছবি আসছে শীঘ্রই। সঙ্গে থাকুন।'
এত ছোট বয়সে তৈমুরের মাতৃসেবা দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। অনেকেই ছেলেকে আদর্শ শিক্ষা দেওয়ার জন্য বাহবা জানিয়েছেন সইফ-করিনাকেও।
