নিজস্ব সংবাদদাতা: টিআরপির ওঠা পড়ায় অল্প দিনেই শেষ হচ্ছে ধারাবাহিক। ধারাবাহিকের মেয়াদ কমলেও নিত্য নতুন ট্যুইস্ট আসায় জমছে গল্প। সেই সঙ্গে চ্যানেলগুলোয় আসছে নতুন ধারাবাহিকও। কোথাও ফিরছেন চেনা মুখ,কোথাও আবার আসছেন নতুন নায়ক-নায়িকা। 

 

বাংলা ধারাবাহিকে আসছে ফের দুই বোনের গল্প, নিবেদনে সান বাংলা। প্রযোজনায় 'সুরিন্দর ফিল্মস'। দুই বোনের গল্পই শুধু নয়, একটি পরিবারের নানা ঘটনা ও সদস্যদের বিভিন্ন কাহিনি ফুটে উঠবে ধারাবাহিকের গল্পে। টলিপাড়ার অন্দরের খবর, এই ধারাবাহিকের নায়ক-নায়িকার চরিত্রে দেখা যাবে সৈয়দ আরেফিন ও খেয়ালি মণ্ডলকে। সূত্রের খবর, অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রকে দেখা যেতে পারে গুরুত্বপূর্ণ চরিত্রে। 

 

এই ধারাবাহিকের হাত ধরেই প্রথমবার জুটি বাঁধছেন আরেফিন-খেয়ালি। জানা যাচ্ছে, দুই বোনের গল্পে ছোটবোনের চরিত্রে থাকছেন খেয়ালি। এর আগে জি বাংলার ধারাবাহিক 'মিলি'তে দেখা গিয়েছিল নায়িকাকে। অন্যদিকে, জি বাংলার 'যোগমায়া'তে শেষ দেখা গিয়েছিল আরেফিনকে। বহুদিন ধরেই দুই নায়ক-নায়িকার ফেরার অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। কিছুদিনের মধ্যেই হবে ধারাবাহিকের প্রোমো শুটিং। দুই বোনের সম্পর্কের কোন দিক উঠে আসবে গল্পে এখন সেটাই দেখার।