নিজস্ব সংবাদদাতা: নতুন বছরের শুরুতে স্মৃতির পাতায় ডুব দিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। বছরের শুরুটা একটু অন্যরকমভাবে করলেন অভিনেত্রী। ফিরে গেলেন ছোটবেলায়। সমাজমাধ্যমে বরাবরই সক্রিয় স্বস্তিকা। তাই নববর্ষে তাঁর নস্টালজিয়ার মুহূর্তের সাক্ষী হলেন নেটিজেনরাও। 

 


একটি ভিডিও ভাগ করেছেন স্বস্তিকা। ভিডিওতে শোনা যাচ্ছে তাঁর কণ্ঠ। সঙ্গে দেখা যাচ্ছে পয়লা বৈশাখের আমেজে দিদির সঙ্গে মেতে উঠেছেন অভিনেত্রী। এই ভিডিওর ক্যাপশনে স্বস্তিকা লেখেন, 'পয়লা বৈশাখের সঙ্গে প্রথম আলাপ করিয়েছিল মা। নতুন বছরের প্রথম দিন নতুন কিছু গায়ে দিতে হয়। তাই ছোটবেলায় মা দেশপ্রিয় পার্কের দোকান থেকে এমব্রয়ডারি করা টেপ ফ্রক, ইমিটেশনের দুল, চুড়ি, চুলের ক্লিপ এই সব কিনে দিত। মধ্যবিত্ত পরিবারের এই ছোট ছোট সুখেই সুখী মানুষ আমরা। তাই সেই ঐতিহ্যকে আপন করে আমি আর দিদি আজ নতুন শাড়ি পড়েছি।' 

 

 

স্বস্তিকা আরও লেখেন, 'বাবা বলত শুভ একলা (১ লা) বৈশাখ। কিন্তু আপনাদের সঙ্গে নিয়ে বৈশাখ তো আর একলা নয়। আমি, দিদি, শিব-সাবিত্রী এবং দ্য গ্রুমিং কোম্পানির তরফ থেকে আপনাদের সবাই কে জানাই নতুন বাংলা বছর ১৪৩২ এর অনেক শুভেচ্ছা। এই বৈশাখ ও আপনাদের আগামী শুভ হোক - আলো হোক।'

 

 

বাবা-মা দু’জনের কেউই আর আজ পৃথিবীতে নেই। তবু বিশেষ দিনগুলোয় বারবার অভিনেত্রীর মনে পড়ে তাঁদের কথা। এই দিনটা ঘিরে আর পাঁচজনে মতো তাঁর জীবনেও রয়েছে বেশ কিছু সুখস্মৃতি। তাই তার টুকরো ঝলক সমাজমাধ্যমে তুলে ধরেছেন অভিনেত্রী।