সংবাদসংস্থা মুম্বই: সময় রায়নার কমেডি শো 'ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট'-এ জনপ্রিয় ইউটিউবার রণবীর এলাহাবাদিয়ার বাবা-মায়েদের যৌনতা নিয়ে বেফাঁস মন্তব্যে তোলপাড় হয়েছিল সমাজমাধ্যম থেকে রাজনৈতিক মহল। এরপরেই রণবীর ও সময়-সহ এই শো-এর অন্যান্য বিচারকদের নামে পুলিশি অভিযোগ অভিযোগ দায়ের করা হয়। 

 


শো-এর বিরুদ্ধে পরপর মামলা দায়ের করা হয়েছে। নালিশ দায়ের করা হয়েছে মহারাষ্ট্র মহিলা কমিশনেও। দেশের শীর্ষ আদালত তাঁকে গ্রেপ্তার হওয়া থেকে বাঁচালেও, তাঁর করা মন্তব্যকে 'নোংরা মস্তিষ্কের প্রতিফলন' হিসাবে দাগিয়ে দিয়েছিল। সঙ্গে রণবীরের পাসপোর্ট বাজেয়াপ্ত করেছিল সুপ্রিম কোর্ট। 

 


কিছুদিন আগে পাসপোর্ট ফেরত পাওয়ার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এলাহাবাদিয়া। তখন সেই আবেদন বাতিল করে আদালতের তরফে জানানো হয়েছিল, ওই শোয়ে করা মন্তব্য নিয়ে তদন্ত এখনও জারি। সেটা আরও দু' সপ্তাহ চলবে। তাই পাসপোর্ট এখনই ফেরত দেওয়া যাবে না। অতঃপর তিনি যে এখনই দেশের বাইরে যেতে পারবেন না, সেটা স্পষ্ট হয়েছিল। 

 


কিন্তু এবার ২৮ এপ্রিল, সুপ্রিম কোর্ট রণবীরের পাসপোর্ট ফেরত দেওয়ার নির্দেশ দেয়, যাতে তিনি আন্তর্জাতিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারেন। আদালত জানায়, অসম ও মহারাষ্ট্র সরকার তাদের তদন্ত সম্পন্ন করেছে। রণবীরকে মহারাষ্ট্র সাইবার পুলিশ ব্যুরোর সঙ্গে যোগাযোগ করে পাসপোর্টটি সংগ্রহ করতে বলা হয়েছে।