এই মুহূর্তে ডিসি-র সবচেয়ে আলোচিত ওয়েব সিরিজগুলোর মধ্যে অন্যতম ‘পিসমেকার ২’। বিশ্ববিখ্যাত ডাব্লিউ ডাব্লিউ কুস্তিগীর তথা হলিউড তারকা জন সিনা আবার ফিরেছেন তাঁর প্রিয় চরিত্র ক্রিস স্মিথ ওরফে ‘পিসমেকার’ হয়ে। আর এর মধ্যেই এক ছবি সোশ্যাল মিডিয়ায় আগুন ধরিয়েছে—যেখানে জন সিনার সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন নতুন ‘সুপারম্যান’ ডেভিড কোরেনসওয়েট।
ছবিটিতে দেখা যাচ্ছে, কোরেনসওয়েট সম্পূর্ণ সুপারম্যান কস্টিউমে, মুখে ঝলমলে হাসি। আর পাশে জন সিনা, মুখে রক্তের ছোপ—যা স্পষ্টতই ‘পিসমেকার ২’শুটিং-এর অংশ। মুহূর্তে জল্পনা শুরু—তাহলে কি সত্যিই ‘পিসমেকার ২’-এ অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে ম্যান অফ স্টিলকে?

এক্স-এ (সাবেক টুইটার) এক নেটিজেন লিখেছেন, “ বুঝে গিয়েছি! সুপারম্যান থাকছেই তাহলে অতিথি শিল্পী হিসেবে!!”।
অন্য একজন লিখেছেন, “এটা একেবারে এপিক ক্রসওভার মনে হচ্ছে।”
আরেকজন তো সাফ বলেই দিয়েছেন—“আমাদের এখন স্বীকার করতেই হবে, সুপারম্যান আছে ‘পিসমেকার সিজন ২’-এ।”
আসলে ছবিতে জন সিনার পোশাক ‘এপিসোড ৩’-এর, যেখানে সুপারম্যানের কোনও ঝলক ধরা পড়েনি। তবে মজার বিষয় হল—পিসমেকার আর নতুন সুপারম্যান ছবির শুটিং চলছিল একসঙ্গে। ফলে পরবর্তী এপিসোডে ‘সুপারম্যান’-ক্যামিও আসার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by David Corenswet (@davidcorenswet)
আর তাছাড়া অনুরাগীদের নিশ্চয়ই মনে রেখেছেন, ‘সুপারম্যান’ মুভিতেও পিসমেকারকে এক ঝলক দেখা গিয়েছিল ‘দ্য স্পিয়ার নিউজ’-এর ক্লিপে।
‘সুপারম্যান’ পরিচালনা করা জেমস গান আগেই জানিয়েছেন—‘পিসমেকার ২’ আসলে একটি প্রিক্যুয়েল আগামী বিশাল ‘প্রজেক্ট ম্যান অফ টুমোরো’ (মুক্তি: ২০২৭)-এর। তাঁর কথায়, “পিসমেকার ২ সরাসরি সেট-আপ করছে ম্যান অফ টুমরো-র সঙ্গে।” সেই যুক্তিতে, জন সিনার সিরিজে সুপারম্যানের উপস্থিতি কিন্তু খুব স্বাভাবিক।
‘পিসমেকার সিজন ২’-এর টুইস্ট রয়েছে প্রতিটি মোড়ে। ‘পিসমেকার’-এর নতুন সিজনে দেখা যাচ্ছে, পিসমেকার বিভিন্ন ডাইমেনশনে ঢুকছে–বেরোচ্ছে, আর তাতে বিপাকে পড়ছে ‘এ.আর.জি.ইউ.এস.’ (A.R.G.U.S.), যার প্রধান এবার ফ্র্যাঙ্ক গ্রিলো (রিক ফ্ল্যাগ সিনিয়র)। এরই মধ্যে ‘জাস্টিস গ্যাং’-এর সদস্যরা—নাথান ফিলিয়নের ‘গ্রিন ল্যান্টার্ন’, ইসাবেলা মেরসেডের ‘হকগার্ল’—প্রবেশ করেছে। ফলে এখন যদি সুপারম্যানও এসে হাজির হন, তা আর অবিশ্বাস্য কিছু থাকবে না।
সব মিলিয়ে, ছবির সেই ভাইরাল ক্লিক যেন ইঙ্গিতই দিচ্ছে—“ম্যান অফ স্টিল” যে কোনও মুহূর্তে ঝলক দেখাতে পারেন ‘পিসমেকার ২’-এ। আর যদি তা সত্যিই ঘটে, ডিসি ইউনিভার্সে এটাই হবে একেবারে গেম-চেঞ্জার মুহূর্ত।