সানি দেওল বুধবার সকালে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে তাঁর বাবা এবং বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রর হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তাঁর স্বাস্থ্যের বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেছেন। সানি জানিয়েছেন, ধর্মেন্দ্রর চিকিৎসা আপাতত বাড়িতেই চলবে এবং এই সময়ে পরিবারের গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানিয়েছেন তিনি।

বুধবার সানি দেওলের টিমের পক্ষ থেকে একটি সরকারি বিবৃতি প্রকাশ করা হয়, যেখানে ধর্মেন্দ্রর শারীরিক অবস্থার আপডেট জানানো হয় এবং তাঁর অসুস্থতা নিয়ে কোনওরকম জল্পনা বা গুজব না ছড়ানোর আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ‘ধর্মেন্দ্রজি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এবং এখন বাড়িতে চিকিৎসা চলবে। অনুরোধ করা হচ্ছে, দয়া করে তাঁর ও পরিবারের গোপনীয়তাকে সম্মান করুন এবং অযথা কোনও অনুমান বা গুজব ছড়াবেন না।’

সানি তাঁর বিবৃতিতে ভক্তদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘আপনাদের ভালবাসা, প্রার্থনা এবং শুভকামনার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। তাঁর সুস্থতা ও দীর্ঘ জীবনের জন্য আপনারা প্রার্থনা চালিয়ে যান। ধর্মেন্দ্রজি আপনাদের ভীষণ ভালবাসেন, তাই তাঁকে সম্মান করুন।’

গত কয়েকদিন ধরে ধর্মেন্দ্রর শারীরিক অবস্থাকে ঘিরে নানা গুজব ছড়াতে শুরু করেছিল, এমনকি মৃত্যুর ভুয়ো খবরও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তবে ধর্মেন্দ্রর স্ত্রী হেমা মালিনী, কন্যা এষা দেওল এবং পরিবারের অন্যান্য সদস্যরা দ্রুতই সেই সব গুজব উড়িয়ে দিয়ে জানান যে, অভিনেতা সুস্থ রয়েছেন এবং চিকিৎসায় ভাল সাড়া দিচ্ছেন।

ধর্মেন্দ্রর ছেলে সানি, ববি দেওল, কন্যা এষা দেওল, ভাইপো অভয় দেওল এবং স্ত্রী হেমা মালিনী মঙ্গলবার সারাদিন হাসপাতালেই ছিলেন। শাহরুখ খান, সলমন খান, আরিয়ান খান, আমির খান এবং তাঁর প্রেমিকা গৌরি স্প্র্যাটও ছুটে যান সেখানে। ধর্মেন্দ্রর দ্রুত আরোগ্য কামনায় তাঁর পরিবারের পাশে উপস্থিত ছিলেন তাঁরা।

ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসক ডাঃ প্রতীত সামদানি সংবাদ সংস্থাকে বলেন, “ধর্মেন্দ্রজি বুধবার সকাল সাড়ে সাতটার দিকে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, তাঁর চিকিৎসা এখন বাড়িতেই চলবে।”

বলিউডের এই প্রজন্মের অন্যতম প্রিয় অভিনেতা ধর্মেন্দ্রকে ঘিরে ভক্তদের উদ্বেগ এখন কিছুটা প্রশমিত। পরিবারের তরফে জানানো হয়েছে, তিনি বিশ্রামে আছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

সোমবার হাসপাতালে ভর্তি হন ধর্মেন্দ্র। মঙ্গলবার সকাল সকাল ফের রটে যায় ধর্মেন্দ্রর মৃত্যুর খবর। আর বারংবার এই ঘটনায় ক্ষুব্ধ অভিনেতার বাড়ির লোকজন। 

হেমা মালিনী ক্ষোভ উগরে এক্স অর্থাৎ যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে লেখেন, 'যেটা ঘটছে যে ক্ষমার অযোগ্য। সংবাদমাধ্যম কীভাবে এভাবে ভুয়ো খবর ছড়াতে পারে তাও এমন একজনকে নিয়ে যিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং সুস্থ হয়ে উঠছেন? এটা অত্যন্ত অসম্মানজনক এবং দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ। পরিবারকে সম্মান দিন। আমাদের প্রাইভেসি দিন।'