শাহরুখের ছেলে আরিয়ান খানের প্রথম পরিচালিত সিরিজ ‘দ্য ব্যা**ডস অফ বলিউড’— বলিপাড়ার এক ঝলমলে কিন্তু গোপন কূটকচালির দুনিয়া নিয়ে নির্মিত হাই-স্টেকস ড্রামা। সিরিজে অভিনয় করেছেন লক্ষ্য, সাহের বাম্বা, ববি দেওল, রাঘব জুয়াল প্রমুখ। সিরিজে বিশেষ চমক হিসেবে দেখা যাবে সলমন খান, করণ জোহরসহ আরও একাধিক তারকাকে। এটি মুক্তি পাবে আগামী ১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে।
বলিউড বাদশা শাহরুখ খানের পুত্র আরিয়ান খান অবশেষে পরিচালনার মঞ্চে পা রাখলেন। তাঁর প্রথম ডিরেক্টোরিয়াল শো ‘দ্য ব্যা**ডস অফ বলিউড’–এর ঝলক উন্মোচিত হয়েছে মুম্বইয়ে এক জমকালো অনুষ্ঠানে। আর সেই প্রিভিউ ঘিরেই ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। এবার সেই ঝলক দেখে খোদ সানি দেওলও প্রশংসা করলেন আরিয়ানকে।
নিজের ইনস্টাগ্রামে শো-এর প্রিভিউ শেয়ার করে সানি লিখলেন— “প্রিয় আরিয়ান, তোমার শো দারুণ লাগছে! ববি তোমার প্রশংসায় পঞ্চমুখ। তোমাকে নিয়ে তোমার বাবা নিশ্চয়ই গর্বিত হবেন। সর্বোত্তম শুভেচ্ছা রইল বাবু। চক দে ফট্টে!”
উল্লেখ্য, সানি দেওলের ভাই ববি দেওলও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন এই সিরিজে।
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Sunny Deol (@iamsunnydeol)
প্রসঙ্গত, ‘দ্য ব্যা**ডস অফ বলিউড’ প্রিভিউ ইভেন্টে সবচেয়ে আলো কেড়েছিল কী? শুধু ট্রেলার নয়, অনুষ্ঠানের আসল আকর্ষণ হয়ে উঠেছিল পরিচালক আরিয়ান খানকে ঘিরে টিমের অভিজ্ঞতা শেয়ার। আর এখানেই উঠে আসে এক চমকপ্রদ মজার ঘটনা—যখন ববি দেওল নালিশ করেছিলেন সরাসরি শাহরুখ খানের কাছে, নিজের ছেলে আরিয়ানকে নিয়ে!
৭ ঘণ্টা ধরে আরিয়ানের চিত্রনাট্য শোনানো থেকে কঠিন শুটিংয়ের কথা নিয়েও মুখ খুলেছেন ববি। আরিয়ানের নিষ্ঠার কথা বলতে গিয়ে ববি জানান—“আমি ভীষণ ভাগ্যবান এই প্রজেক্টের অংশ হতে পেরে। তবে ও আমাদের ভীষণ খাটিয়েছে। একবার তো আমাকে টানা ৭ ঘণ্টা ধরে গল্প শোনাল, অথচ আমি আগেই রাজি হয়েছিলাম! শুটিং চলাকালে বারবার বলত, ‘আর একটা টেক করি?’ আমি বলতাম, ‘হ্যাঁ বাবা, করো’। ভেবেছিলাম নতুন পরিচালক বলে একটু সহজ হবে, কিন্তু উল্টে আরও কঠোর ছিল।”
‘দ্য ব্যা**ডস অফ বলিউড’ আসলে বলিউডকে কেন্দ্র করে তৈরি এক ব্যঙ্গাত্মক সিরিজ। রোম্যান্স থেকে অ্যাকশন—সিনেমার প্রতিটি চেনা ধাঁচকেই ক্যারিকেচার আকারে তুলে ধরা হয়েছে। সিরিজে মুখ্য ভূমিকায় রয়েছেন সাহের বাম্বা ও লক্ষ্যর। এছাড়াও অভিনয় করেছেন ববি দেওল, মনোজ পাহওয়া, মোনা সিং, মনীশ চৌধুরি, রাঘব জুয়াল, অন্যা সিং, বিজয়ন্ত কোহলি ও গৌতমী কাপুর। প্রযোজনায় শাহরুখ খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। সিরিজের চিত্রনাট্য লিখেছেন আরিয়ান নিজেই। প্রিভিউতে দেখা গিয়েছে চমকপ্রদ সব ক্যামিও —সলমন খান, রণবীর সিং এবং করণ জোহর। সব মিলিয়ে বলিউডের প্রথম সারির তারকাদের ভিড়ে ভরপুর এই শো। সিরিজটি মুক্তি পাচ্ছে ১৮ সেপ্টেম্বর, নেটফ্লিক্সে।
নেটফ্লিক্সের তরফে এই সিরিজের ব্যাপারে বলা হয়েছে - “চকচকে গ্ল্যামারের আড়ালে বলিউডের লুকিয়ে থাকা নাটকীয় জগতের গল্পই শুরু হয় ‘দ্য ব্যা**ডস অফ বলিউড’ –এ। আরিয়ান খানের ভিন্ন দৃষ্টিভঙ্গির মাধ্যমে উঠে আসবে গ্লিটজ, বিশৃঙ্খলা, কৌতুক আর স্বপ্নের জগৎ।”
অন্যদিকে, সানি দেওলও ব্যস্ত একাধিক বড় প্রজেক্ট নিয়ে। সামনে মুক্তি পেতে চলেছে ‘বর্ডার ২’ (২২ জানুয়ারি, ২০২৬), যেখানে তাঁর সঙ্গে আছেন বরুণ ধাওয়ান, আহান শেট্টি ও দিলজিৎ দোসাঞ্জ। এছাড়া নিটেশ তিওয়ারির রামায়ণ–এ দেখা যাবে তাঁকে হনুমানের চরিত্রে। রণবীর কপূর, সাই পল্লবী, যশ ও রবি দুবে–র মতো তারকারা আছেন কাস্টে। এই ম্যাগনাম ওপাসের প্রথম অংশ মুক্তি পাবে দীপাবলি ২০২৬–এ।