শাহরুখের ছেলে আরিয়ান খানের প্রথম পরিচালিত সিরিজ ‘দ্য ব্যা**ডস অফ বলিউড’— বলিপাড়ার এক ঝলমলে কিন্তু গোপন কূটকচালির দুনিয়া নিয়ে নির্মিত হাই-স্টেকস ড্রামা। সিরিজে অভিনয় করেছেন লক্ষ্য, সাহের বাম্বা, ববি দেওল, রাঘব জুয়াল প্রমুখ। সিরিজে বিশেষ চমক হিসেবে দেখা যাবে সলমন খান, করণ জোহরসহ আরও একাধিক তারকাকে। এটি মুক্তি পাবে আগামী ১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে।
বলিউড বাদশা শাহরুখ খানের পুত্র আরিয়ান খান অবশেষে পরিচালনার মঞ্চে পা রাখলেন। তাঁর প্রথম ডিরেক্টোরিয়াল শো  ‘দ্য ব্যা**ডস অফ বলিউড’–এর ঝলক উন্মোচিত হয়েছে মুম্বইয়ে এক জমকালো অনুষ্ঠানে। আর সেই প্রিভিউ ঘিরেই ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। এবার সেই ঝলক দেখে খোদ সানি দেওলও প্রশংসা করলেন আরিয়ানকে।

 

নিজের ইনস্টাগ্রামে শো-এর প্রিভিউ শেয়ার করে সানি লিখলেন— “প্রিয় আরিয়ান, তোমার শো দারুণ লাগছে! ববি তোমার প্রশংসায় পঞ্চমুখ। তোমাকে নিয়ে তোমার বাবা নিশ্চয়ই গর্বিত হবেন। সর্বোত্তম শুভেচ্ছা রইল বাবু। চক দে ফট্টে!”
উল্লেখ্য, সানি দেওলের ভাই ববি দেওলও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন এই সিরিজে।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Sunny Deol (@iamsunnydeol)