“আমি কোনও দাবি করছি না, কিন্তু গল্পটা তো সবাই বুঝতেই পারছে!”—এই বাক্যেই যেন আগুন ছড়িয়ে দিলেন ‘জানোয়ার’ খ্যাত পরিচালক সুনীল দর্শন। সম্প্রতি এক সাক্ষাৎকারে, রণবীর কাপুর অভিনীত ২০২৩ সালের সুপারহিট ছবি ‘অ্যানিম্যাল’-এর বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ তুললেন তিনি, বললেন, ছবির গল্প তাঁর বহু আগের জনপ্রিয় ছবি ‘জানোয়ার’-এর মতোই, শুধু নির্মাণশৈলী আলাদা।
‘জানোয়ার’ থেকে ‘অ্যানিম্যাল’—গল্পের ছায়া না কি সরাসরি প্রভাব? ১৯৯৯ সালে মুক্তি পাওয়া অক্ষয় কুমার অভিনীত ‘জানোয়ার’ ছিল এক অপরাধীর অনুশোচনার গল্প, যিনি এক অনাথ শিশুকে দত্তক নিয়ে বদলে ফেলেন নিজের জীবন। পিতা হওয়ার আবেগ, অতীতের ছায়া থেকে মুক্তি পাওয়ার লড়াই, আর ভালবাসার দ্বিতীয় সুযোগ—এই ছিল গল্পের মূল চালিকা শক্তি।

অন্যদিকে, সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিম্যাল’ বলেছে এক শিল্পপতির ছেলের গল্প, যে পিতার স্বীকৃতি না পেয়ে ধীরে ধীরে ডুবে যায় প্রতিহিংসার অন্ধকারে। চরিত্রগত পার্থক্য থাকলেও, দু’টি ছবিতেই বাবা-ছেলের জটিল সম্পর্ক এবং তা থেকে উত্তরণ। সঙ্গে হিংস্র অতীত থেকে মুক্তির চেষ্টার প্রভাব লক্ষ করছিলেন দর্শকরা।
এবার সেই গুঞ্জনেই স্বীকৃতি দিলেন ‘জানোয়ার’-এর পরিচালক নিজেই। “আমি তো দাবি করিনি, কারণ পরিচালকের ট্রিটমেন্ট খুব ইউনিক”—তবুও..." মন্তব্য পরিচালকের। সেই সাক্ষাৎকারে সুনীল দর্শন আরও বলেন—“আমার তৈরি ছবির নকল এত লোকজন করেছে... অ্যানিম্যাল দেখেছেন?” তিনি জানান, অ্যানিম্যাল ছবির গল্প তাঁর ছবির গল্পের সঙ্গে খুবই মিলে যায়, যদিও তিনি কোনও আইনি দাবি করছেন না, কারণ পরিচালক সন্দীপ ভাঙ্গা ছবিটিকে দারুণভাবে পরিচালনা করেছেন। তবে তিনি এও যোগ করেন, যদি প্রযোজক সত্যিটা স্বীকার করতেন, ভাল হত।
তিনি আরও জানান, এর আগেও তাঁর সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে বেশ কিছু হিট ছবি তৈরি হয়েছে, যার মধ্যে একটি নামী তারকা এবং বহুল জনপ্রিয় চিত্রনাট্যকার র জড়িত ছিলেন—তাঁর গল্পের সঙ্গে সেই ছবির অদ্ভুত মিল দেখে তিনিও অবাক হন।
তবে এই দুই ছবির বক্স অফিস ইতিহাস তৈরি করেছিল। 
 
 ‘জানোয়ার’ (১৯৯৯): সুপারহিট, সেই সময়ের অন্যতম সর্বোচ্চ আয়কারী ছবি।
‘অ্যানিম্যাল’ (২০২৩): ৯১৫ কোটি টাকা আয় করে ব্লকবাস্টার, যদিও অত্যধিক হিংসা ও নারী বিদ্বেষী বক্তব্যের কারণে বিতর্কে।
এই অভিযোগে ফের আলোচনায় ‘অ্যানিম্যাল’? এই মুহূর্তে বলিউডে যখন একের পর এক রিমেক, ইনস্পিরেশন, নিয়ে কথা হচ্ছে, তখন সুনীল দর্শনের এই বিস্ফোরক ইঙ্গিত ফের প্রশ্ন তুলল—বড় তারকারা কি ইচ্ছাকৃতভাবে পুরনো গল্পকেই নতুন মোড়কে দিচ্ছেন? এবং তাতে যথেষ্ট কৃতিত্ব দিচ্ছেন তো আদি কাহিনির নির্মাতাকে?
প্রসঙ্গত, অক্ষয়কে নিয়ে একাধিক ছবি তৈরি করেছেন সুনীল দর্শন। ২০০১ সালে তাঁর পরিচালনায় প্রথমবার একসঙ্গে কাজ করেন অক্ষয় এবং অমিতাভ বচ্চন। ছবির নাম ‘এক রিস্তা’। সে ছবিও বক্স অফিসে যথেষ্ট সফল হয়।
