নিজস্ব সংবাদদাতা: অল্পদিনেই দর্শকমনে জায়গা করে নিয়েছে সান বাংলার ধারাবাহিক 'কোন সে আলোর স্বপ্ন নিয়ে'। ১৫ বছরের দীর্ঘ সংসারজীবনে প্রাপ্য মর্যাদাটুকুও আলো পায়নি। এই সংসারে সে বড্ড বেমানান। আলোর মনের কোণের অন্ধকারের খোঁজ কেউ রাখে না।
তাই সে মনে করে এবার ঘুরে দাঁড়ানোর সময় এসেছে। নিজের প্রাপ্য মর্যাদা ফিরে পাওয়ার চেষ্টা করে সে। কিন্তু প্রতিনিয়ত তাকে মুখোমুখি হতে হয় নানা সমস্যার। সিংহ রায় বাড়ির পূত্রবধূই যে তার একমাত্র পরিচয় নয় সেটা সে বুঝতে পারে। ধীরে ধীরে নিজের স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলে সে। বাধা এলেও একাই মোকাবিলা করে আলো। এইভাবেই গল্পের নিত্যনতুন মোড়ে পাড় হল ১০০ পর্ব।
শুটিং ফ্লোরেই জমজমাট সেলিব্রেশনে মাতলেন তারকা থেকে কলাকুশলীরাও। এদিন নায়িকা পায়েল দেকে দেখা গেলেও উপস্থিত ছিলেন না তথাগত মুখোপাধ্যায়। তাঁর পরিচালিত 'রাস'-এর শুটিংয়ের জন্য বেজায় ব্যস্ত অভিনেতা। ফ্লোরেই কেক কেটে হল উদ্যাপন। আগামী দিনে আরও নতুন চমক দর্শককে উপহার দেবেন, এমনটাই প্রতিজ্ঞা করলেন পায়েল।
