নিজস্ব সংবাদদাতা: মা-মেয়ে জুটি সুমনা কাঞ্জিলাল ও এহসাস কাঞ্জিলাল। তাঁদের যৌথ উদ্যোগে মোজোটেল এন্টারটেনমেন্টস অ্যান্ড ডিস্ট্রিবিউশন বিনোদন জগতে সাত বছর পূর্ণ করল। প্রযোজনা সংস্থা মোজোটেলে তার স্পষ্ট দৃষ্টিভঙ্গি, নির্ভীক পছন্দ এবং অর্থপূর্ণ গল্প বলার প্রতি গভীর প্রতিশ্রুতি দর্শক মহলে পরিচিতি গড়ে তুলেছে।
এই প্রযোজনা সংস্থা কেবল বিষয়বস্তুর বৈচিত্র্যই তুলে ধরে না। বরং ভাষাগত ও সাংস্কৃতিক সীমানা ভেঙে ফেলার ক্ষমতাও রাখে। সুমনা কাঞ্জিলাল ও এহসাস বিভিন্ন ভাষায় সক্রিয়ভাবে কাজ করছেন। বাংলা, হিন্দি, ভোজপুরি বিভিন্ন ভাষায় কাজ করছে এই প্রযোজনা সংস্থা। তাঁরা প্রমাণ করেছেন যে আবেগ সার্বজনীন হলে ভাষা কোনও বাধা নয়।
মোজোটেল এন্টারটইনমেন্টস এন্ড ডিস্ট্রিবিউশন এখন বাংলার প্রতিবেশী রাজ্যেও পৌঁছেছে। পাঞ্জাব এবং উড়িষ্যার সঙ্গে কাজ করছে এই সংস্থা। এর ফলে বাংলার অভিনেতা অভিনেত্রীরা পাঞ্জাব ও উড়িষ্যাও কাজের সুযোগ পাবেন। একইভাবে এই দুই রাজ্যের তারকাদের বাংলার সঙ্গে কাজের সুযোগের পথ আরও মসৃণ হবে।
