সংবাদ সংস্থা মুম্বই: সম্পর্কে ছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজ এবং প্রতারণায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর। ২০০ কোটির জালিয়াতিতে এই অভিযুক্ত বহুবার দাবি করেছেন, তিনি জ্যাকলিনের সঙ্গে সম্পর্কে ছিলেন। জ্যাকলিন যদিও প্রথম থেকে তাঁদের সম্পর্কের তথ্যকে পুরোপুরি অস্বীকার করেছিলেন। এবার সংশোধনাগার থেকে জ্যাকলিনকে ফের প্রেমপত্র পাঠালেন সুকেশ। তাতে লেখা, প্রেম দিবস উপলক্ষে জ্যাকলিনকে আস্ত একটি বিমান উপহার দিয়েছেন সুকেশ চন্দ্রশেখর!  তা-ও আবার যে সে বিমান নয়, গাল্ফস্ট্রিম বিমান। প্রেমপত্রে জানিয়েছেন, প্রেমিকার নামের আদ্যক্ষর খোদাই করা হয়েছে বিমানে।  শুধু তাই নয়, দাবি করা হয়েছে বিমানটির রেজিস্ট্রেশন নম্বর জ্যাকলিনের জন্ম তারিখ ও সাল মিলিয়ে রাখা হয়েছে। এর আগে, জ্যাকলিনকে নায়িকা করে খে ৫০০ কোটি বাজেটের একটি সুপারহিরো ছবি তৈরির প্রতিশ্রুতিও দেন সুকেশ।

 

ওই প্রেমপত্রে জ্যাকলিনের উদ্দেশ্যে সুকেশ লিখেছেন, “বেবি, তুমি তুমি সারা বিশ্ব  ছোটাছুটি করে বেড়াও কাজের জন্য। এ বার থেকে এই বিমান রইল, এতে করে ঘুরবে। তাতে তোমার কষ্ট কম হবে।" আরও লেখা, “ফের যদি জন্মগ্রহণ করি, তবে যেন তোমার হৃদয় হয়েই জন্মাই। তাহলে অন্তত তোমার অন্তরে আমি থাকতে পারব...তুমিই যে আমার জীবনের ভ্যালেন্টাইন।”

 


বছর তিন চারেক আগে এক ওষুধ সংস্থার প্রাক্তন মালিক শিবেন্দ্র সিংহ এবং মালবেন্দ্র সিংহের পরিবারের সঙ্গে ২০০ কোটি টাকার প্রতারণার অভিযোগ সুকেশ এবং তাঁর স্ত্রী লিনা পলের বিরুদ্ধে। সেই মামলায় গ্রেফতার হন দম্পতি। এর পরেই নাম জড়ায় জ্যাকলিনের। ২০২২ সালে ইডি যে চার্জশিট জমা দিয়েছিল তাতে বলি-নায়িকাদের সুকেশের উপহারের তালিকা প্রকাশ করা হয়েছিল। তা থেকেই জানা যায়, সুকেশ চারটি পার্সি বিড়াল (যার মধ্যে একটির মূল্য ৯ লক্ষ টাকা), ঘোড়া, গয়নাগাঁটি, চিনামাটির বাসনপত্র পাঠিয়েছেন জ্যাকলিনকে। শুধু জ্যাকলিন নয়, নোরা ফতেহিকেও দামি গাড়ি উপহার দিয়েছেন সুকেশ।