পশুপ্রেমী হিসেবে পরিচিত সুদীপা চট্টোপাধ্যায়। সন্তানসম স্নেহে পোষ্যদের দেখভাল করেন তিনি।সঞ্চালিকার ভূমিকায় তাঁকে দেখতে পছন্দ করেন দর্শক। সমাজমাধ্যমে নিজের দৈনন্দিন জীবনের নানা ঘটনাও তুলে ধরেন তিনি। সব সময় হাসিমুখেই ধরা দেন সুদীপা। তবে এ কী! শনিবার রাতে সমাজমাধ্যমে ছলছল চোখে দেখা গেল তাঁকে। কী এমন হল সুদীপা চট্টোপাধ্যায়ের সঙ্গে?
কয়েকদিন আগেই বাড়িতে আড়ম্বরপূর্ণ দুর্গাপুজো সেরেছেন তিনি। হাসি, মজায় মেতেছিল তাঁর গোটা পরিবার। বাদ যায়নি আদরের পোষ্যরাও। কিন্তু পুজো কাটতেই হঠাৎই উধাও হয়ে যায় সুদীপার বাড়ির আদরের সদস্য। সুদীপার ভাইজির পোষ্য পার্সিয়ান বিড়ালকে খুঁজে পাওয়া যায় না।
তাকে পশুদের ‘ক্রেস’ বা দেখভাল কেন্দ্রে রেখে বেড়াতে গিয়েছিলেন সুদীপা চট্টোপাধ্যায়ের ভাইঝি। ফিরে এসে দেখেন, তাঁদের পোষ্য নিখোঁজ! প্রতিবেশিদের অনুমান, পশু দেখভাল কেন্দ্রের অন্যতম এক সদস্যই মেরে ফেলেছে বিড়ালটিকে!
এই পশু দেখভাল কেন্দ্র থেকেই নাকি পশুহত্যা করে পিছনে ফেলে দেওয়া হয়। প্রায়শই এমন ঘটনায় পচা গন্ধে অতিষ্ট পাড়ার লোকেরা। সুদীপার ভাইঝির বেড়ালের ক্ষেত্রেও একই বিষয় ঘটেছে কি না সেটি যদিও এখনও প্রমাণিত হয়নি। সমাজমাধ্যমে লাইভে এসে এই পুরো ঘটনাটি তুলে ধরেছেন সুদীপা। ওই ক্রেসের মালিককেও দেখিয়েছেন লাইভে।
আদরের পোষ্যের এই পরিণতির কথা বলতে গিয়ে গলা ভারি হয়ে আসে তাঁর। চোখে জল নিয়ে সবটা তুলে ধরেন নেটিজেনদের কাছে। সুদীপা ওই লাইভে পরিচয় করিয়েছেন ভাইজির সঙ্গেও। তাঁরও করুণ পরিস্থিতি। সুদীপা জানান, প্রশাসনকে এই বিষয়টি জানিয়েছেন তাঁরা। ওই ক্রেসকেও সমাজমাধ্যমে শনাক্ত করিয়েছেন তিনি। এমনকী বারবার সাবধান করেও দিয়েছেন, যাতে আর কেউ অজান্তেই তাঁদের পরিবারের প্রিয় সদস্যকে না হারিয়ে ফেলেন।
আরও পড়ুন: টাকার অভাবে পৈতৃক বাড়ি বিক্রি করে দিতে হচ্ছে রাজা-মধুবনীকে! হঠাৎ কী এমন হল তারকা দম্পতির সঙ্গে?
বাড়ির পোষ্য মানে সে বাড়িরই সদস্য। বিশেষ করে খুদে সদস্যদের সঙ্গে পোষ্যদের নিবিড় এক সম্পর্ক থাকে। খেলাধুলো, খুনসুটি সবকিছু মিলিয়ে সারাদিনের পর বাড়ি ফিরে ক্লান্তি কাটানোর দাওয়াই পোষ্যরাই। দিন শেষে নিজের অজান্তেই পোষ্যের এমন পরিণতি কিছুতেই যেন মেনে নিতে পারছেন না সুদীপা।
