নিজস্ব সংবাদদাতা: ইউভানের ৪ বছরের জন্মদিনে প্রথমবার মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন মা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। দুই ভাই বোনের নানা মুহূর্ত এর আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেও প্রথমবার ইয়ালিনির মিষ্টিমুখ দেখতে পেলেন নেটিজেনরা।
ইউভানকে প্রথম দিনেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে আনলেও এতদিন মেয়ে ইয়ালিনির মুখ সামনে আনেননি রাজ-শুভশ্রী। প্রথমবার ছেলে ইউভানের জন্মদিনে দ্বিতীয় সন্তান ইয়ালিনিকে সামনে আনলেন এই তারকা দম্পতি।
প্রসঙ্গত, দেখতে দেখতে চার বছরে পা দিল ছোট্ট ইউভান। ইউভানের মাধ্যমেই দ্বিতীয়বার মা,বাবা হওয়ার সুখবর দিয়েছিলেন রাজ ও শুভশ্রী। জানিয়েছিলেন বড় দাদা হচ্ছে ইউভান। এবার দাদার জন্মদিনে প্রকাশ্যে এসে শুভেচ্ছা জানাল বোন ইয়ালিনি। দাদা ও বোনের ছবি প্রথমবার দেখে দারুণ খুশি নেটিজেনরা। অনেকেই বলছেন দু'জনকে প্রায় একইরকম দেখতে। দাদা ইউভানের কোলে ছোট্ট বোন ইয়ালিনি। বোনকে কোলে নিয়ে হাসিমুখে বসে ইউভান। প্রথমবার বোনকে নিয়ে জন্মদিন পালন, তাই এইভাবেই এই দিনটাকে বিশেষ করে রাখতে চাইলেন রাজ-শুভশ্রী।
দুই ভাই বোনের ছবি পোস্ট করলেও, এখনও ইউভানের জন্মদিন উদযাপনের কোন মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেননি রাজ বা শুভশ্রী কেউই। তবে এই বছর দুই সন্তানকে নিয়ে বড় ছেলের জন্মদিন উদযাপন যে স্পেশাল হতে চলেছে তা আর বলার অপেক্ষাই রাখে না।
কিছুদিন আগেই মুক্তি পেয়েছে শুভশ্রী গঙ্গোপাধ্যায় প্রযোজিত এবং অভিনীত ও রাজ চক্রবর্তী পরিচালিত 'বাবলি'। ছবির শুটিংয়ের জন্য উত্তরবঙ্গে গিয়েছিলেন রাজ। কলকাতায় ফিরে দুই ছেলেমেয়েকে নিয়ে জগন্নাথ দর্শনেও যেতে দেখা যায় তাঁদের।
