নিজস্ব সংবাদদাতা: স্টার জলসার 'শুভ বিবাহ' ধারাবাহিকের সেটে নতুন করে প্রেমে পড়লেন অভিনেতা সুবান রায়? সহ অভিনেত্রী লিজা দাসের সঙ্গেই কি জীবনের নতুন অধ্যায় শুরু করলেন সুবান? জল্পনা শুরু সামাজিক মাধ্যমে তাদের নানান মুহূর্তের ছবি ও ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই । এ প্রসঙ্গে কী বলছেন অভিনেতা সুবান?
তিয়াসার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর প্রেম নয়, বরং কাজে আরও মন দিয়েছেন সুবান রায়। এই মুহূর্তে দর্শকেরা তাঁকে দেখতে পাচ্ছেন স্টার জলসার 'শুভ বিবাহ' ধারাবাহিকে 'ফন্ট'-এর চরিত্রে। ফন্টে ও দোয়েলের প্রেম পর্ব বেশ উপভোগ করছেন দর্শকরা। প্রথমদিকে ফন্টের সঙ্গে দোয়েল প্রেমের অভিনয় করলে বর্তমানে ফন্টেকে মন থেকে ভালোবেসে ফেলেছে সে। তাই এই দুই চরিত্রের গল্প আরও জমে উঠেছে। তবে পর্দার প্রেম কি এবার বাস্তবে পরিণতি পেল? কারণ সামাজিক মাধ্যমে প্রায় সময়ই কাছাকাছি মুহূর্তে দেখা যাচ্ছে সুবান ও লিজাকে। এমনকী পর্দায় দোল খেলার পর লিজার সঙ্গে বেশ ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ্যে এনেছেন সুবান।
তবে কীভাবে জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করতে চলেছেন সুবান রায়? তিয়াশার মত জীবনকে আরও একবার নতুন করে সুযোগ দিলেন সুবানও? এই বিষয়ে অভিনেতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বঅবশ্য এ প্রসঙ্গে বললেন, “বাস্তবে আমি এখনও পুরোপুরি সিঙ্গেল। প্রেম করছি না। লিজার সঙ্গে আমার বাস্তবে সম্পর্ক খুবই ভাল, তবে তা প্রেম নয়। যা প্রেম সে আসলে পুরোটাই পর্দায়। বাস্তবের সঙ্গে এর কোনও মিল নেই।”
অন্যদিকে, সুবান রায়ের সঙ্গে সম্পর্কের টানাপড়েনে বিয়ে ভেঙেছিল তিয়াসার। এরপরেই তাঁর বনাম জড়ায় সোহেল দত্তর সঙ্গে। এইমুহূর্তে টলিপাড়ার অন্যতম রঙিন জুটি তিয়াসা লেপচা এবং সোহেল দত্ত। গত বছর ‘দিদি নং ১’-এর দীপাবলির বিশেষ পর্বে হাজির হয়েছিলেন তিয়াসা লেপচ। সেখানেই তাঁকে বলতে শোনা যায় ‘‘ঠিক করেছি, ২০২৫-এর অক্টোবরের পরে বিয়ে করব!’’
