নিজস্ব সংবাদদাতা: এই মুহূর্তে স্টার জলসার 'দুই শালিক' ধারাবাহিকে 'ঝিলিক'-এর চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী নন্দিনী দত্তকে। অল্প দিনেই দর্শকের মন জয় করেছেন তিনি। কিছুদিন আগেই তাঁর সমাজ মাধ্যম অ্যাকাউন্টটি হ্যাক হয়। এরপর যদিও সেটি উদ্ধারও করেন নন্দিনী। তবে সেই সময় সমাজ মাধ্যমকে অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম হিসাবে উল্লেখ করেছিলেন তিনি। 


এর মধ্যেই সমাজ মাধ্যমে ফের হেনস্থার শিকার অভিনেত্রী। নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েছেন তিনি। সম্প্রতি, ছড়িয়ে পড়েছে এক অনুষ্ঠানে নন্দিনীর গানের ভিডিও। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, কালো জিন্স ও কালো জ্যাকেট পরে স্টেজে 'দুই পৃথিবী' ছবির জনপ্রিয় গান 'প্যায়ারেলাল' গানটি গাইছেন নন্দিনী। অপটু গলায় ওই গান শুনে নেটিজেনদের কটাক্ষের তীর ধেয়ে এসেছে নন্দিনীর দিকে। 


ওই ভিডিওর মন্তব্যে একজন লেখেন, 'এত টাকা দিয়ে এইসব শিল্পীকে আনা উচিৎ নয়। অভিনেত্রী যখন ২-৩তে সংলাপ বলে চলে যেতে পারতেন। গানের অপব্যবহার করার কী দরকার ছিল?' অন্যজন লেখেন, 'যে যেটা পারে সেটাই করুক। গান গাওয়ার মতো ভুল কাজ আর করবেন না আপনি।' 


নেটিজেনদের কটাক্ষ কতটা প্রভাব ফেলেছে নন্দিনীর মনে? আজকাল ডট ইনকে অভিনেত্রী বলেন, "আমি গায়িকা নই। অনেক সময় দর্শকের অনুরোধে স্টেজে গাইতে হয়। আমি বরাবরই বলেছি আমি ভাল গাইতে পারি না। কিন্তু অভিনয় ভাল করার চেষ্টা করি। তাই যেটা পারি আমি, সেটা নিয়ে আমায় কটাক্ষ করলে কিছু বলার জায়গা থাকত। স্টেজে যদিও আমার গান দর্শকের পছন্দ হয়েছে। তাঁরাও সুর মিলিয়েছেন আমার সঙ্গে। তাই নেটিজেনদের কটাক্ষ নিয়ে আমি ভাবতে চাই না।"