নিজস্ব সংবাদদাতা: শুধু টিআরপির লড়াই নয়, এবার হাড্ডাহাড্ডি লড়াই জমবে রিয়্যালিটি শোয়ের মঞ্চেও। ছুটির দিন এবার জমবে জলসার সঙ্গে। স্টার জলসায় আসছে জমজমাট রিয়্যালিটি শো 'রবিবার সঙ্গে জলসা পরিবার'। 

 

 

 

জলসার সমস্ত ধারাবাহিক অংশগ্রহণ করবে এই মঞ্চে। নাচে, গানে, মজার খেলায় জমবে আসর। সেই সঙ্গে থাকবে গল্প,আড্ডা। শুধু যে অংশগ্রহণ করবে ধারাবাহিকগুলো তার নয়, একে অপরকে টেক্কা দিয়ে চলবে সেরা হওয়ার লড়াইও। 'কথা', 'গীতা এলএলবি', 'বঁধুয়া','অনুরাগের ছোঁয়া', 'রোশনাই','শুভ বিবাহ'র মতো ধারাবাহিকের সদস্যদের দেখা যাবে এই প্রতিযোগিতার মঞ্চে।

 

 

 

শুধু তাই নয়, এই রিয়্যালিটি শোয়ের সঞ্চালনার দায়িত্বে থাকবেন রোহন ভট্টাচার্য ও তৃণা সাহা। বহুদিন পর আবারও সঞ্চালনায় জুটিতে দেখা যাবে তাঁদের। এর আগে 'কলের বউ' ধারাবাহিকে রোহন-তৃণাকে জুটি হিসেবে দেখেছিলেন দর্শক। 

 

 

 

প্রতি রবিবার জমজমাট সেলিব্রেশনের সঙ্গে হবে পুজোর আড্ডাও। ধারাবাহিকের গল্পের বাইরে একে অপরের সঙ্গে কেমন সম্পর্ক নায়ক-নায়িকার? তাও ধরা পড়বে এই মঞ্চে। ছুটির দিনে অনস্ক্রিন পরিবারের সঙ্গে জমবে জলসার আসর। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে প্রতি রবিবার বিকেল ৫টায় শুরু হচ্ছে এই রিয়্যালিটি শো।