নিজস্ব সংবাদদাতা: বিয়ের পর গুছিয়ে সংসার করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্রীপর্ণা রায়। স্টার জলসার 'গাঁটছড়া' ধারাবাহিকের পর পর্দার সামনে আর দেখা যায়নি এই অভিনেত্রীকে। তবে অবশেষে সুখবর। বিয়ের পর প্রথমবার কাজে ফিরলেন তিনি।
৬ মাস আগে ডাক্তার পাত্র শুভদীপের সঙ্গে চার হাত এক করেন শ্রীপর্ণা। বিয়ের পর সিরিয়াল থেকে কিছুদিনের বিরতি নেবেন তা তিনি নিজেই জানিয়েছিলেন। কারণ মন দিয়ে সংসার করতে চান অভিনেত্রী। হানিমুন সেরে শুভদীপের সঙ্গে গুছিয়ে সংসার করছেন শ্রীপর্ণা। এখন নিজের দুই পরিবারের সঙ্গে দারুন সময় কাটাচ্ছেন শ্রীপর্ণা। তবে শ্রীপর্ণার অনুরাগীদের জন্য দারুন সুখবর, অবশেষে বিয়ের পর প্রথমবার পর্দার সামনে হাজির হতে চলেছেন অভিনেত্রী। কোনও ধারাবাহিকে নয়, 'দিদি নং ওয়ান'-এ ইতিমধ্যেই শুটিং সেরে ফেলেছেন তিনি। নিজে পোস্ট না করলেও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে সেই ছবি। ছোটপর্দা থেকে বড়পর্দা একাধিক মাধ্যমে কাজ করেছেন শ্রীপর্ণা। শুরু থেকেই দর্শকদের অত্যন্ত প্রিয় অভিনেত্রী হয়ে উঠেছেন তিনি। মাঝে মাঝেই কাজ থেকে বিরতি নিয়ে নিজের মত সময় কাটিয়েছেন। কখনোই একের পর এক কাজ করে যেতে হবে, তেমনটা ভাবেননি শ্রীপর্ণা। তাই 'গাঁটছড়া' শেষ হওয়ার পর এই মুহূর্তে বিরতিতে রয়েছেন তিনি। অবশেষে 'দিদি নং ওয়ান'-এ রোশনি, অলিভিয়া এবং প্রিয়ার সঙ্গে দেখা যেতে চলেছে শ্রীপর্ণাকেও। হয়তো কিছুদিনের মধ্যেই নতুন কাজ নিয়ে আরো সুখবর দিতে চলেছেন শ্রীপর্ণা রায়। সেই অপেক্ষাতেই রয়েছেন তাঁর অসংখ্য অনুরাগীরা।
