সংবাদসংস্থা মুম্বই: বলিউড থেকে দক্ষিণী ছবিতে দাপটের সঙ্গে এক সময় কাজ করেছেন শ্রীদেবী। আসমুদ্র হিমাচল দর্শকের কাছে আজও তিনি স্বপ্ন সুন্দরী। শ্রীদেবীর অভিনয় থেকে শুরু করে তাঁর নাচের দক্ষতায় মুগ্ধ ছিলেন তাঁর অনুরাগীরা। বলিউডের পাশাপাশি দক্ষিণী ছবিতেও দর্শকের মন জয় করেছিলেন তিনি। 


সেই সুবাদেই দক্ষিণের অনেক তারকার সঙ্গে সুসম্পর্ক ছিল। কিন্তু এমন একজন সুপারস্টার আছেন যার সঙ্গে শ্রীদেবী শুধু সিনেমাই করেননি, তাঁর জন্য ৭ দিন উপোসও রেখেছিলেন। নিজের স্বামী বনি কাপুর বা প্রেমিক মিঠুনের জন্য নয়৷ কার জন্য ৭ দিন উপোস করেছিলেন শ্রীদেবী? কোন দক্ষিণ সুপারস্টারের সাথে শ্রীদেবী সত্যিকারের বন্ধুত্ব ছিল তার?


দক্ষিণী সুপারস্টার রাজনীকান্তের সঙ্গে ২৫টিরও বেশি ছবিতে কাজ করেছেন শ্রীদেবী। তাঁরা দুজনেই একে অপরের খুব ভাল বন্ধু ছিলেন। একবার সংবাদসংস্থার কাছে এক সাক্ষাৎকারে রজনীকান্ত জানান, ২০১১ সালে যখন তিনি তাঁর ছবি 'রানা'-এর শুটিং করছিলেন তখন তাঁর শরীর খুব খারাপ হয়েছিল। চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নিয়ে যেতে হয়েছে। শ্রীদেবী যখন বিষয়টি জানতে পারেন, তখন তিনি অসম্ভব চিন্তিত হয়েছিলেন৷ তাই তাঁর সুস্থতার কামনায় ভগবানের কাছে ব্রত রেখেছিলেন শ্রীদেবী। এর আগেও বহু সাক্ষাৎকারে শ্রীদেবীকে নিজের সবচেয়ে কাছের বন্ধু বলে উল্লেখ করেছিলেন রজনীকান্ত। তাই নায়িকার অকাল প্রয়াণে গভীরভাবে শোকাহত হয়েছিলেন 'থাইলাইভা'।