নিজস্ব সংবাদদাতা: ১৪৪ বছর পর মহাকুম্ভ, তাও আবার প্রয়াগরাজে। এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে চাননি তারকারা। তাই বলিউড থেকে টলিউডের তারকাদের দেখা গিয়েছে কুম্ভ স্নানে। 

 

এবার ত্রিবেণী সঙ্গমে 'পুণ্যস্নান' করতে দেখা গেল টলিপাড়ার চর্চিত দম্পতি কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজকে। গত বছর সকলকে চমকে দিয়ে প্রেম দিবসে আইনি বিয়ে সেরে ফেলেন কাঞ্চন-শ্রীময়ী। বিয়ের সাড়ে ৮ মাসের মাথায় তাঁদের কোল আলো করে আসে প্রথম কন্যা সন্তান কৃষভি। আপাতত তাঁকে ঘিরেই দম্পতির সুখের সংসার। আর তাই এবছর প্রথম বিবাহবার্ষিকী জমিয়ে সেলিব্রেট করতে দেখা যায় কাঞ্চন-শ্রীময়ীকে।

 

এদিন শ্রীময়ীর ঠোঁটে প্রকাশ্যেই ঠোঁট রেখেছিলেন কাঞ্চন। লেন্সবন্দি হয়েছিল তাঁদের সেই রোমান্টিক মুহূর্ত। নিজেদের এই বিশেষ দিনটা আরও বিশেষ করে তুলেছিলেন কাঞ্চন-শ্রীময়ী। তাঁদের সমাজমাধ্যমে দেখা গিয়েছিল ফুল, আলো, বেলুনে সাজানো খাট। যেন বিশেষ এই দিনে  দ্বিতীয় ফুলশয্যার ব্যবস্থাও করে ফেলেছিলেন তারকা জুটি। 

 

এবার প্রয়াগরাজে গিয়ে কুম্ভ স্নানের মুহূর্ত সমাজমাধ্যমে তুলে ধরেছেন শ্রীময়ী। বরাবরই নিজেকে আস্তিক বলে দাবি করেছেন তিনি। তাই কুম্ভ যাত্রার সুযোগ হাতছাড়া করেননি। বিয়ের বছর ঘুরতেই কাঞ্চনকে নিয়ে পৌঁছে গিয়েছিলেন 'পুণ্যলাভ'-এর আশায়। 

 

যদিও বরাবরের মতো এবারও তাঁদের ছবি দেখে কটাক্ষের তির ছুঁড়েছেন নেটিজেনরা। তাতে যদিও কোনও প্রতিক্রিয়া দেননি জুটিতে।