সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?


জুটিতে কার্তিক-শ্রীলীলা?


'পুষ্পা: দ্য রুল' ছবিতে আইটেম গান 'কিসিক'-এ নজর কেড়েছেন দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা। এবার নাকি তিনি আসছেন বলিউডে। কার্তিক আরিয়ানের সঙ্গে জুটিতে দেখা যাবে অভিনেত্রীকে, এমনটাই খবর। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে কার্তিক ও শ্রীলীলার জুটিকে নিয়ে ছবি তৈরি করতে প্রস্তুত 'ধর্মা প্রোডাকশন'। যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত ঘোষণা হয়নি ছবির।


সলমনের সঙ্গে অভিনয়ে 'না' সোনুর!


সলমন খানের সঙ্গে ২০১০-এ 'দাবাং' ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন সোনু সুদ। কিন্তু 'দাবাং ২'-এর প্রস্তাব তাঁর কাছে এলে নাকচ করে দেন বলি অভিনেতা। এর কারণ হিসাবে এক সাক্ষাৎকারে সোনু জানান, ওই চরিত্রটি তাঁর খুব একটা পছন্দের ছিল না। কোনও কাজ পছন্দ না হলে তিনি করেন না। এই কথা সলমন খানকে জানানোর পর তিনিও তাঁকে সমর্থন করেন বলেই জানিয়েছেন সোনু।


আসছে 'অ্যানিমেল ৩'?


'অ্যানিমেল ২' আসার খবর ছবির প্রথম ভাগেই পেয়েছিলেন দর্শক। কিন্তু এবার ছবির দ্বিতীয় ভাগ মুক্তির আগেই তৃতীয় ভাগের ইঙ্গিত দিলেন অভিনেতা রণবীর কাপুর! সম্প্রতি, এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, কোনও ছবির গল্প আর দর্শকের চাহিদা দুই থাকলে তার অনেকগুলো ভাগ আসতেই পারে। তাই 'অ্যানিমেল'-এর ক্ষেত্রে এর তৃতীয় ভাগ আসাটা কোনও বিশেষ ব্যাপার নয়।