নিজস্ব সংবাদদাতা: আগামী ৯ মে মুক্তি পেতে চলেছে 'আমার বস'। এই ছবির মাধ্যমে ২২ বছর পর ফের বাংলা ছবিতে ফিরছেন রাখি গুলজার। বর্তমানে 'আমার বস'-এর প্রচারে ব্যস্ত উইন্ডোজ প্রোডাকশন হাউজ। শুরু থেকেই নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবিটি ঘিরে চর্চা তুঙ্গে। এই ছবিতেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। প্রথমবার বড়পর্দায় মুখোমুখি হবেন শিবপ্রসাদ ও শ্রাবন্তী। 

একজন সিঙ্গেল মাদারের গল্প নিয়ে তৈরি 'আমার বস'। মা ও ছেলের ভূমিকায় অভিনয় করেছেন রাখি গুলজার এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সৌরসেনী মৈত্র, গৌরব চট্টোপাধ্যায়, শ্রুতি দাস, সহ একাধিক তারকারা। তবে শ্রাবন্তী চট্টোপাধ্যায় ছবিতে থাকলেও তিনি ঠিক কোন চরিত্রে অভিনয় করছেন, তা মঙ্গলবার প্রথমবার জানাল প্রযোজনা সংস্থা। শ্রাবন্তীর অভিনীত বিশেষ চরিত্রের নাম মৌসুমী ব্যানার্জী। সঙ্গে খবর, এই ছবিতে প্রথমবার শিবপ্রসাদের সঙ্গে জুটি বাঁধবেন শ্রাবন্তী! অন্যদিকে, 'আমার বস'-এ প্রথমবার জুটি বাঁধছেন গৌরব ও সৌরসেনীও। 

প্রথমবার উইন্ডোজ প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করছেন শ্রাবন্তী। তাঁর চরিত্রের প্রথম পোস্টারে সাদা শাড়িতে হাসিমুখে ধরা দিয়েছেন অভিনেত্রী। দোলের আগে এই ছবির প্রথম গান মুক্তির দিন হাজির হয়েছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সেখানে শিবপ্রসাদ ও শ্রাবন্তীকে একসঙ্গে নাচতে দেখা যায়। 

শুধু 'আমার বস' নয়, এবছর শ্রাবন্তীর অনুরাগীদের জন্য রয়েছে একাধিক সুখবর। কিছুদিনের মধ্যে মুক্তি পাবে 'হাঙ্গামা ডট কম'। এছাড়াও রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছবি 'দেবী চৌধুরানী'। সবমিলিয়ে চলতি বছরে। তবে 'আমার বস' ছবিতে আর কী কী চমক রয়েছে তা কিছুদিনের মধ্যেই প্রকাশ্যে আসবে।