সংবাদসংস্থা মুম্বই: সম্প্রতি পদ্মশ্রী সম্মানপ্রাপ্তদের তালিকা ঘোষিত হয়েছে। প্রতি বছরের মতো বিশিষ্ট শিল্পীরা সম্মানও পেয়েছেন। কিন্তু মনোনয়ন নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেছেন গায়ক সোনু নিগম। তাঁকে ২০২২ সালে প্রাক্তন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ পদ্মশ্রী দিয়ে ভূষিত করেছিলেন। কিন্তু এবার ক্ষোভ প্রকাশ করে সংবাদমাধ্যমে একটি ভিডিও ভাগ করেন সোনু। 

 


ওই ভিডিওতে তিনি বলেন, "এমন দু'জন গায়ক আছেন, যাঁরা সারা বিশ্বে গায়কদের অনুপ্রাণিত করেছেন। আমরা তাঁদের একজনকে পদ্মশ্রী পুরস্কার দিয়ে কাজ সেরে ফেলেছি। তিনি হলেন মোহাম্মদ রফি। অন্য একজন পদ্মশ্রীও পাননি। তিনি কিশোর কুমার। এখন মরণোত্তর পুরষ্কারও দেওয়া হচ্ছে, তাই না?"

 

 

তিনি আরও বলেন, "বর্তমানে গায়ক-গায়িকাদের মধ্যে অলকা ইয়াগনিকের এত দীর্ঘ এবং অসাধারণ কেরিয়ার তা সত্বেও এখনও পর্যন্ত কিছুই পাননি। শ্রেয়া ঘোষাল দীর্ঘদিন ধরে তাঁর প্রতিভার প্রমাণ রাখছেন। তাঁকেও সম্মানিত করা হয়নি সঠিকভাবে। সুনিধি চৌহানও যোগ্য কিন্তু তাঁদের দিকে কেউ নজর দেয় না।" 

 

সোনুর এই কথায় সম্মতি জানিয়েছেন নেটিজেনরা। কিন্তু সোনুর এই সম্মান পাওয়ার তালিকায় অরিজিৎ সিং-এর নাম কেন নেই, সেই নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।