নিজস্ব সংবাদদাতা: ভালবাসার মরশুমে সোনু নিগমের কন্ঠে নতুন বাংলা প্রেমের গান প্রকাশ পেল। গানের নাম 'কেন এই মনে'। সুর দিয়েছেন বিশিষ্ট কন্ঠশিল্পী ও সুরকার দেবজিৎ দত্ত। গীতিকার রাজীব দত্ত। শুভম-সৌরভের সংগীত আয়োজনে সোনু নিগমের নিজস্ব মিউজিক লেবেল আই বিলিভ মিউজিক থেকে সম্প্রতি মুক্তি পেয়েছে এই গান।
মৌলিক বাংলা গানের জগতে সোনু নিগমকে নিয়ে আসার বহু বছর ধরেই ইচ্ছে ছিল সুরকার দেবজিৎ দত্তের। শেষপর্যন্ত এই প্রেম দিবসে সেই ইচ্ছেপূরণ হল। সোনু নিগমের আনকোরা নতুন এই মৌলিক বাংলা মৌলিক গান প্রকাশ পেল। মুম্বইয়ের যশ রাজ ফিল্মস স্টুডিওতে এই গান রেকর্ড করা হয়েছিল।
প্রসঙ্গত, দেবজিৎ দত্ত ২০০৯-এর সারেগামাপা ন্যাশনাল এর প্রথম পাঁচের মধ্যে জায়গা করে নিয়েছিলেন। তাঁর সুরে এর আগে গান গেয়েছেন নচিকেতা চক্রবর্তী, হর্শিত সাক্সেনা, পদ্মশ্রী সুরেশ ওয়াদেকর প্রমুখ। দেবজিতের নিজের গাওয়া গানগুলোর মধ্যে আছে কুকে কোয়েলিয়া ( ছবি- লাইফ পার্টনার ), বানভাসি মন ( ছবি- ঊনিশ কুড়ির গল্প ), আধুনিক মৌলিক গানের মধ্যে জিন্দেগি, রিংটোনে বিসমিল্লাহ উল্লেখযোগ্য।
সোনু নিগম ও এই গান প্রসঙ্গে দেবজিৎ দত্ত বললেন, "গানটা শোনা মাত্রই সোনুজির ভালো লেগে যায়। একদিন সময় করে আমাকে ও গীতিকার রাজীব দত্তকে মুম্বইতে ডেকে পাঠান। কথা, আলোচনা হয়। তারপর ঠিক হয়, সোনুজির নিজের মিউজিক লেবেল থেকেই প্রকাশ করবেন এই গান। অবশেষে তাই হল।"
