সংবাদসংস্থা মুম্বই: দিন কয়েক আগেই পুণেতে অনুষ্ঠান করতে গিয়ে কোমরের পেশিতে টান ধরে সোনু নিগমের। মাঝপথে গান থামাতে বাধ্য হন। এবার কলকাতায় এসে মেজাজ হারালেন তিনি। রবিবার কলকাতায় সুরের জাদু ছড়াতে এসেছিলেন গায়ক। তবে গান শুরুর আগেই দর্শকদের উপর হঠাৎই চটলেন তিনি। গাইতে এসে কেন কলকাতাবাসীর উপর রেগে গেলেন সোনু? 

 

সমাজমাধ্যমে সোনুর ক্ষিপ্ততার ভিডিও ভাগ করে নিয়েছেন এক অনুরাগী। সেখানে দেখা গিয়েছে, মঞ্চে দাঁড়িয়েই রীতিমতো শ্রোতাদের হুমকি দিচ্ছেন সোনু। প্রায় চিৎকার করেই সোনু বলছেন 'চুপচাপ বসুন! আমার সময় নষ্ট হচ্ছে।' তাঁকে সামনে থেকে দেখতে পাওয়ায় আবেগ সামলাতে পারেননি কলকাতাবাসী। তাই জুটল গায়কের থেকে ধমক। সোনু এক প্রকার চিৎকার করে বলেন, "যদি এত দাঁড়াতে ইচ্ছে করে তো, ভোটে গিয়ে দাঁড়ান। আমার সময় নষ্ট হচ্ছে। আমাকে একটা বাধাধরা সময়ের মধ্য়ে গান গাইতে হবে। তাই চুপ করে বসে পড়ুন।"

 

সোনুর এই ধমক শুনে শ্রোতারা সেই সময় চুপ করে গেলেও, পরে তা নিয়ে চর্চা চলে নেটিজেনদের মধ্যে। কলকাতায় গাইতে এসে অনুরাগীদের সঙ্গে এমন আচরণ, একেবারেই মেনে নিতে পারেননি তাঁরা। অনেকে আবার সোনুর আচরণের সঙ্গে অরিজিৎ সিং-এর নমনীয় আচরণের তুলনাও টেনেছেন।