সংবাদ সংস্থা মুম্বই: পুণের এক অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে বিপদে পড়লেন সোনু নিগম। অনুষ্ঠান চলাকালীন পিঠের পেশিতে আচমকা খিঁচ ধরে গায়কের। ধীরে ধীরে অবস্থা এতটাই গুরুতর হয়ে যায় যে ঠিক করে দাঁড়াতে পর্যন্ত পারছিলেন না সোনু। তাঁর দলের লোকজনদের ধরে কোনওরকমে খুঁড়িয়ে খুঁড়িয়ে মঞ্চ ছাড়েন জনপ্রিয় বলি-গায়ক। কোমর-পা টেনে মালিশ করা থেকে স্ট্রেচিং, সবকিছুই করে যন্ত্রণা কমানোর চেষ্টা করেন সোনু। কিন্তু কোনও লাভ হয়নি। তবু মঞ্চে উঠে পারফর্ম করেছেন তিনি।
মঞ্চ থেকে থেমে কোমর-পা টেনে মালিশ করার চেষ্টা করেন কিন্তু কোনও কাজ হয়নি। আপাতত শয্যাশায়ী গায়ক। নিজেই একটি ভিডিও পোস্ট করে বলেন, “আমার জীবনের অন্যতম কঠিন দিন। মনে হচ্ছিল শিরদাঁড়ায় যেন সুচ বিঁধে রয়েছে। একটু নড়াচড়া করলে মনে হচ্ছে সেটা আরও গভীরে প্রবেশ করবে। খুব খারাপ অবস্থা। যদিও দেবী সরস্বতীর কৃপায় আমি দিনটা উতরে যেতে পেরেছি।” আরও বলেন, " দর্শকের আশাপূরণের চেষ্টা সবসময় করে গিয়েছি, যাই।" সোনুর লেখা থেকেই আরও জানা যায়, গাইতে গাইতে তিনি যখন নেচে ওঠেন, তার ফলেই হয়তো এই ব্যাথা মুহূর্তে বেড়ে গিয়েছিল আরও। জানা গিয়েছে, অনুষ্ঠান শুরুর আগেই যন্ত্রণা শুরু হয়েছিল, তবে তার পরও তিনি মঞ্চে ওঠেন। আর তাতেই বিষয়টি গুরুতর হয়ে যায়।
