সংবাদ সংস্থা মুম্বই: ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবিতে তাঁর নিটোল সৌন্দর্য আর স্নিগ্ধ উপস্থিতি আজও মুগ্ধ করে দর্শককে। অন্যদিকে, ‘সারফারোশ’, ‘ডুপ্লিকেট’-এর মতো সব ছিটে তাঁর আকর্ষণীয় লুক দেখে উত্তাল হয়েছিল যুবসমাজেরহৃদয়। অথচ সেই নয়ের দশকের বলিউডেই নাকি ‘একটু বেশিই রোগা’ শরীর নিয়ে হেয় হতে হয়েছিল সোনালি বেন্দ্রেকে। একথা আর কেউ নয়, ফাঁস করলেন খোদ সোনালি!

 

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে সোনালি বেন্দ্রে বললেন, “তখন আমি লম্বা, একঢাল চুল, দোহারা গড়নের এক মেয়ে ছিলাম। বলিউড সেটা পছন্দ করত না।” সেই সময়ে খানিক কোঁকড়া চুল, ঈষৎ ভারী, আকর্ষণীয় চেহারা নায়িকা ঘিরেই চলত সাড়ম্বরে শাসন, তখন এক ‘লম্বাটে দোহারা যুবতী’ হিসাবে তিনি ছিলেন সম্পূর্ণ আলাদা—এবং সেটাই ছিল তাঁর স্বাতন্ত্র্যতা।

 

সোনালির কথায়, “সেই সময়ে  তৎকালীন বলি-নায়িকাদের থেকে এসব কারণে খানিক অন্যরকম ছিলাম” যোগ করেন সোনালি। অভিনেত্রী আরও জানান যে তিনি চেষ্টা করেছিলেন চুল কোঁকড়া করারও, কিন্তু তাঁর কথায়, “চুল এতটাই স্ট্রেট ছিল যে কিছুতেই বাঁকানো যেত না। শেষে ছেড়ে দিতাম খোলা, সোজা রেখেই।” 

 

তাঁর প্রথম ছবি ‘আগ’-এর সময় বয়স ছিল মাত্র ১৯। গোবিন্দার বিপরীতে কলেজ পড়ুয়ার চরিত্রে যাত্রা শুরু। কিন্তু মোড় ঘুরে যায় ১৯৯৬-এ। 'ইংলিশ বাবু দেশি মেম'-এ শাহরুখ খানের সঙ্গে অভিনয় ছিল আন্তর্জাতিক হিট, এরপর ‘দিলজলে’ ছবিতে অজয় দেবগণের বিপরীতে বাজিমাৎ। একের পর এক হিট—‘সরফরোশ’, ‘হামারা দিল আপনার পাস হ্যায়’, ‘হাম সাথ সাথ হ্যায়’—সবই ঘরে তোলে তাঁর জনপ্রিয়তা।শুধু বলিউড নয়, তেলুগু ছবিতেও ছিল তাঁর দাপট—চিরঞ্জীবীর সঙ্গে 'ইন্দ্র', ‘খাদগম’, ‘মনমধুডু’—সব ছবিই তুমুল সফল।

 

সবশেষে তাঁকে দেখা গিয়েছে ওটিটির পর্দায় ‘দ্য ব্রোকেন নিউজ’-এ। প্রশংসাও কুড়িয়েছেন ঝুলিতে। সম্প্রতি ‘বি হ্যাপি’ ছবিতে রেমো ডি’সুজার ছবিতে ছোট্ট একটি চরিত্রেও নজর কেড়েছেন তিনি।