দীর্ঘ সাত বছরের প্রেমের পর গত বছর গাঁটছড়া বেঁধেছিলেন সোনাক্ষী ও জাহির ইকবাল। জাহির ইকবালের সঙ্গে বিয়ের পর থেকেই নেটিজেনদের চর্চায় থাকেন বলি অভিনেত্রী। কিন্তু বারবার অভিনেত্রী নানা সাক্ষাৎকারে বুঝিয়েছেন যে তিনি ভাল আছেন। কিন্তু তারপরেও চর্চার জট কাটতে চায় না। এই জুটির বিয়ে নিয়েও সমস্যা তৈরি হয়েছিল দুই পরিবারের মধ্যে। কিন্তু সব বাধা কাটিয়ে জয় হয়েছিল তাঁদের ভালবাসার। হিন্দু বা ইসলাম রীতি মেনে নয়, আইনি বিবাহ সেরেছিলেন সোনাক্ষী-জাহির। 

 

 

 

সমাজমাধ্যমে এই জুটির খুনসুটি দেখতে দারুণ পছন্দ করেন অনুরাগীরাও। মাঝেমধ্যেই একে অপরকে মজার ছলে চমকে দেন। বিশেষত জাহিরের চটকদার বুদ্ধির কাছে হার মানতে বাধ্য হন সোনাক্ষী। তবে কম যান না অভিনেত্রীও। সুযোগ পেলে তিনিও জাহিরকে মজার ছলে ভয় দেখান। এবারও সমাজমাধ্যমে অভিনেত্রী তুলে ধরলেন তেমনই এক নিদর্শন।

 

আরও পড়ুন: পর্দার প্রেমে আর আটকে নেই 'সাইয়ারা', বাস্তবেও অনিতকে চোখে হারাচ্ছেন অহন পাণ্ডে? ভাইরাল ভিডিও 

 

যার নাম সোনাক্ষী দিয়েছেন 'আধুনিক যুগের দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে।' সম্প্রতি সোনাক্ষীর সমাজমাধ্যমে চোখ রাখলে দেখা যাবে একটি মজার ভিডিও। যেখানে একটি ট্রেনে বসে থাকতে দেখা যাচ্ছে তাঁকে। এখনও প্লাটফর্ম ছাড়েনি সেই ট্রেন। আনমনে নিজের কাজ করছেন অভিনেত্রী। ঠিক সেই সময় নায়িকার জানলার কাচে টোকা পড়ল! চমকে উঠলেন তিনি। দেখলেন তাঁকে না জানিয়েই প্লাটফর্মে চলে এসেছেন জাহির। এই মিষ্টি মুহূর্তকে শুধু নিজের মধ্যে আটকে রাখতে পারেননি অভিনেত্রী। তাই ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে।

 

 

 

জাহির ইকবালের সঙ্গে গাঁটছড়া বাঁধার পর থেকেই নেটিজেনদের চর্চায় থাকেন বলি অভিনেত্রী সোনাক্ষী সিনহা। বিয়ের ছ'মাস হতে না হতেই শত্রুঘ্ন সিনহা কন্যার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শুরু হয়। দু'জনকে একসঙ্গে চিকিৎসকের কাছে যেতেও দেখা গিয়েছিল। কিন্তু বারবারই অভিনেত্রী নানা সাক্ষাৎকারে সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন। এবার সেই নিয়েই নতুন পথ খুঁজে পাওয়ার কথা জানালেন অভিনেত্রী। 

 

 

 

অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন নিয়ে সম্প্রতি সোনাক্ষী বলেন, "আমি সকলের নাক গলানো বন্ধ করার একটা উপায় খুঁজে পেয়েছি। যখন আমি কর্মক্ষেত্রে থাকি না, তখন পর্দার বাইরে আমি খুব সুখী জীবনযাপন করি। আমি ঠিক থাকি এবং শান্তিতে থাকি। যখন আমি কর্মক্ষেত্রে থাকি এবং আমাকে এই ধরনের বিষয়গুলোর মুখোমুখি হতে হয়।" 

 

 

অভিনেত্রীর আরও সংযোজন, "তুমি যাই করো না কেন, মানুষ বলবেই। যদি আমি বলি আমি সাদা পোশাক পরেছি, কেউ বলবে না, এটা কালো পোশাক। তুমি যা বলছো তা চ্যালেঞ্জ করার জন্য কেউ না কেউ সবসময় সেখানে থাকবে, তাই তুমি তোমার জীবন চালিয়ে যাও। তুমি সব ছোট ছোট জিনিসের দিকে মনোযোগ দিতে পারবে না।"