অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছিল সোনাক্ষী সিনহা অভিনীত সিরিজ ‘দহাড়’। এই ওয়েব সিরিজের অভূতপূর্ব সাফল্যের পর আলোচনার কেন্দ্রে উঠে এসেছিলেন সোনাক্ষী সিনহা। ডিজিটাল দুনিয়ায় পা রেখে প্রথম সিরিজ়েই ছক্কা হাঁকিয়েছেন বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিন্‌হার মেয়ে। প্রথম সিজন মুক্তির পরেই জোয়া আখতার এই সিরিজের দ্বিতীয় সিজন ঘোষণা করেছিলেন। বর্তমানে জানা গেল, এবার আরও একবার দুঁদে পুলিশ অফিসারের চরিত্রে নজর কাড়তে প্রস্তুত সোনাক্ষী। 'দহাড়'-এ সোনাক্ষি ছাড়াও মুখ্যচরিত্রে ছিলেন বিজয় বর্মা। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল গুলশন দেভাইয়া, সোহম শাহ। সিরিজ় পরিচালনায় ‘তলাশ’ খ্যাত পরিচালক রীমা কাগতি ও রুচিকা ওবেরয়। প্রযোজনার দায়িত্বে  ছিলেন জোয়া আখতার ও রীতেশ সিধওয়ানি।

 

 

সেই রিমা কাগতী যেন থেমেই থাকতে জানেন না। এ বছরের শুরুতে তাঁর পরিচালনায় তৈরি সিরিজ ‘সুপারবয়েজ অফ মালেগাঁও’ সমালোচকমহলে ঝড় তোলে। একেবারে গোটা ইন্ডাস্ট্রি মুগ্ধ হয়েছিল ছবির নির্মাণশৈলীতে। আর এবার আবারও খবরে রিমা—কারণ তিনি তৈরি করছেন ‘দহাড় ২’!

 

২০২৩ সালে দহাড় ওয়েব সিরিজের মাধ্যমে ওয়েব দুনিয়ায় অভিষেক হয় সোনাক্ষী সিনহার। অনস্ক্রিনে তিনি ছিলেন সাহসী পুলিশ অফিসার অঞ্জলি ভাটি, আর বিপরীতে ভয়ঙ্কর খলচরিত্রে  ছিলেন বিজয় ভার্মা। সিরিজটি দর্শকের মনে এমন ছাপ ফেলেছিল যে শেষেই সিজন ২–এর ইঙ্গিত দেওয়া হয়েছিল।এবার সেই প্রতিশ্রুতি সত্যি হতে চলেছে। সূত্রের খবর, রিমা কাগতি ইতিমধ্যেই ‘দহাড় ‘২–এর চিত্রনাট্য লক করেছেন। চলতি বছরের ডিসেম্বরেই শুটিং শুরু হওয়ার কথা।

 

এবার কেমন হবে ‘দহাড় ২’?প্রযোজনার ঘনঘটায় এখন ব্যস্ত টিম। সোনাক্ষী আগের মতোই ফিরবেন সাব–ইন্সপেক্টর অঞ্জলি ভাটির চরিত্রে। তবে এবারও সিরিজে থাকবেন এক দুর্দান্ত প্রতিপক্ষ—যাঁর কাস্টিং এখন চূড়ান্ত হচ্ছে। আরও খবর, প্রথম সিজনের মতো দ্বিতীয়টিও সমাজের অন্ধকার দিক উন্মোচন করবে। ভারতীয় সমাজের বাস্তবতা ঘিরেই গড়ে উঠবে রুদ্ধশ্বাস এই ক্রাইম থ্রিলার।


বর্তমানে রিমা কাগতির নাম শুনলেই ভরসা করেন দর্শক। ‘জিন্দেগি না মিলেগি দোবারা’, ‘দিল ধড়কনে দো’, ‘মেড ইন হেভেন’—এর মতো অসাধারণ প্রজেক্টে তাঁর লেখনী ঝলমল করেছে। আর এবছরের অন্যতম সেরা সমালোচকপ্রশংসিত ছবি সুপারবয়েজ অফ মালেগাঁও–এর নেপথ্যেও ছিলেন তিনি। এবার ‘দহাড় ২’ দিয়ে আবারও ফিরছেন নিজের সেরা ফর্মে।


সোনাক্ষীর পুলিশি রূপ, সমাজঘন থ্রিলার, আর রিমার সূক্ষ্ম লেখনী—সব মিলিয়ে ‘দহাড় ২’ ইতিমধ্যেই তৈরি করেছে প্রবল উত্তেজনা। এককথায়, দর্শকের প্রত্যাশা আকাশছোঁয়া। ডিসেম্বর থেকে শুটিং শুরু হলে, ওয়েব দুনিয়ার সবচেয়ে প্রতীক্ষিত সিরিজগুলির মধ্যে এই নাম থাকবে।